ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৭ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৮ ঘণ্টা আগে