Ajker Patrika

রেকর্ড গড়া সেঞ্চুরি রোহিতের, ১ ওভারেই নিলেন ৩৬ রান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০: ৩১
রেকর্ড গড়া সেঞ্চুরি রোহিতের, ১ ওভারেই নিলেন ৩৬ রান

এক ওভারেই ৩৬ রান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এমনটা দেখা গিয়েছিল দুবার। ২০০৭ সালে ডারবানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে টানা ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ সিং। আর ২০২১ সালে কুলিজে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আকিলা ধনাঞ্জয়াকে উড়িয়ে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

আজ বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে ভারতও এক ওভারে নিল ৩৬ রান, সেটিও আবার শেষ ওভারে। পেসার করিম জানাতের করা ইনিংসের শেষ ওভারে ৫টি ছয় মারেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। প্রথম বলটিতে মেরেছিলেন চার, তবে নো বল হওয়া দ্বিতীয় বলটিতে মারেন ছয়, এবং পরে ফ্রি হিটের বলও ছক্কা মারেন রোহিত। তৃতীয় বলটিতে নেন ১। পরে তিন বলই রিঙ্কু আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে।

এমন ভয়ংকর ইনিংসই খেলেছেন রোহিত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৪ উইকেটে ২১২ রানের সংগ্রহ পায় তাঁর ৬৯ বলে অপরাজিত ১২১ রানের সুবাদে, যেখানে ছিল ১১ চার ও ৮ ছয়। এমন ঝোড়ো ইনিংস খেলে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির মালিক এখন রোহিত। পেছনে ফেলেছেন চার সেঞ্চুরি করা সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েলকে।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে রোহিতের ইনিংসটিই এখন চতুর্থ সর্বোচ্চ। আর ২৫ রানে বা তার কম রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ভারতের ৪ উইকেটে ২১২, টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ ইনিংস। ভারত ২২ রান করতেই হারিয়ে ফেলছিল ৪ উইকেট। সেখান থেকেই দলকে এই সংগ্রহ এনে দেন ওপেনার রোহিত।

আফগানদের বিপক্ষে আজ পঞ্চম উইকেটে ৯৫ বলে ১৯০ রানের অপরাজিত জুটি গড়েন রোহিত ও রিংক সিং (৬৯*)। এটিই টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। অধিনায়ক হিসেবেও এক কীর্তি গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে এখন সর্বোচ্চ ১৬৭২ রান তাঁর। ১৫৭০ রান বিরাট কোহলির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত