Ajker Patrika

ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড দলকে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৪
ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড দলকে

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে ম্যাচ শুরুর আগে হঠাৎ নিউজিল্যান্ড দলের বেঁকে বসা নিয়ে বিতর্ক হচ্ছে! শুরু থেকে এ ঘটনায় পাকিস্তানের সন্দেহের তির ছিল ভারতের দিকে। এবার সেখানে সুর মিলিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 

ফাওয়াদ চৌধুরীর দাবি, ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের। তাঁর ভাষ্যমতে, ‘ভারত থেকে একটি ডিভাইস ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে মেইলটি পাঠানো হয়েছিল।’ 

পাকিস্তানে পৌঁছানোর আগেই গত ১১ সেপ্টেম্বর সেই মেইল পেয়েছিল নিউজিল্যান্ড দল। কিউই ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীর কাছে হত্যার হুমকি দেওয়া একটি মেইলও পাঠানো হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, গাপটিলের স্ত্রীকে হুমকি দেওয়া মেইলটিও ভারতের নিবন্ধিত। 

ফাহাদ চৌধুরীর আরও জানিয়েছেন, ভারতের এক অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিষয়টিকে আরও গভীরভাবে তদন্তের জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করছি আমরা।’ 

নিরাপত্তা হুমকিতে নিউজিল্যান্ডের পর পাকিস্তানে সফর স্থগিত করেছে ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। একই কারণে আগামী বছর পাকিস্তানে নিজেদের সফর স্থগিত করতে পারে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে নিজেদের দেশে ভালোভাবে ক্রিকেট ফেরানোর পথে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত