Ajker Patrika

অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫: ১৬
অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা

সেমিফাইনালে যেতে হলে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানে জিততে হবে আফগানিস্তানকে। আপাতদৃষ্টিতে তা অসম্ভবের চেয়েও বেশি কিছু। সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। 

অপরিবর্তিত একাদশ নিয়ে আজ খেলতে নামছে আফগানিস্তান। স্পিন আক্রমণে থাকছেন রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমাদ ও মোহাম্মদ নবী, যার মধ্যে রশিদ ও নবী স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই। যেখানে ওমরজাই হচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার। 

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে তারা মার্কো ইয়ানসেন ও তাবরেইজ শামসি—এ দুই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন জেরাল্ড কোয়েটজি ও আদিলে ফেহলুকায়ো। 

আফগানিস্তানের একাদশ:  
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমাদ। 

দক্ষিণ আফ্রিকার একাদশ:  
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাবরেইজ শামসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত