ক্রীড়া ডেস্ক
১০ বছরের ব্যবধানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীরের দল, ভূমিকা দুটোই পাল্টে গেছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থেকে এখন তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো খেলছেন বিরাট কোহলি। গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ১০ বছরের পুরোনো ঘটনার পুনরাবৃত্তিই যেন করলেন কোহলি ও গম্ভীর।
২০১৩ সালের ১১ এপ্রিল। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তারই সতীর্থ রজত ভাটিয়া।
চিন্নস্বামী স্টেডিয়াম থেকে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব ১৮৬৫ কিলোমিটার। এক দশক পরে কোহলির এবারের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর ইনিংসে ১৭তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। এ ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন গম্ভীর। কোহলিকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন তিনি। লক্ষ্ণৌর পরামর্শককেও ছেড়ে কথা বলেননি কোহলি। এ ঘটনায় ভারতীয় দুই ক্রিকেটারকে শতভাগ জরিমানা করেছে বিসিসিআই। ঝগড়ার পরে গম্ভীরকে কোহলি বলেন, ‘কিছু দিলে আপনাকে তা নিতে হবে। যদি না পারেন, তাহলে দেবেন না।’ তাছাড়া লক্ষ্ণৌর ব্যাটিংয়ের পুরোটা সময়ই উত্তেজিত ছিলেন কোহলি। মুষ্টিবদ্ধ উদ্যাপন, চিৎকার তো ছিলই, এমনকি মুখে আঙুল দিয়ে চুপ থাকার মতো অঙ্গভঙ্গি দর্শকদের উদ্দেশে করেন ভারতীয় এই ব্যাটার। এবারের আইপিএলে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু প্রথম ম্যাচের ঘটনাই যেন গতকাল জিইয়ে রেখেছেন কোহলি। লক্ষ্ণৌর শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের।
মজার ব্যাপার হলো, গম্ভীরের সঙ্গে বাকযুদ্ধের ঘটনায় দুবারই মাঠের লড়াইয়ে জিতেছেন কোহলি। ২০১৩ আইপিএলে কলকাতার বিপক্ষে ৮ উইকেট জিতেছিল বেঙ্গালুরু। আর গতকাল প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৬ করে বেঙ্গালুরু। ১২৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।
১০ বছরের ব্যবধানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীরের দল, ভূমিকা দুটোই পাল্টে গেছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থেকে এখন তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো খেলছেন বিরাট কোহলি। গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ১০ বছরের পুরোনো ঘটনার পুনরাবৃত্তিই যেন করলেন কোহলি ও গম্ভীর।
২০১৩ সালের ১১ এপ্রিল। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তারই সতীর্থ রজত ভাটিয়া।
চিন্নস্বামী স্টেডিয়াম থেকে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব ১৮৬৫ কিলোমিটার। এক দশক পরে কোহলির এবারের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর ইনিংসে ১৭তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। এ ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন গম্ভীর। কোহলিকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন তিনি। লক্ষ্ণৌর পরামর্শককেও ছেড়ে কথা বলেননি কোহলি। এ ঘটনায় ভারতীয় দুই ক্রিকেটারকে শতভাগ জরিমানা করেছে বিসিসিআই। ঝগড়ার পরে গম্ভীরকে কোহলি বলেন, ‘কিছু দিলে আপনাকে তা নিতে হবে। যদি না পারেন, তাহলে দেবেন না।’ তাছাড়া লক্ষ্ণৌর ব্যাটিংয়ের পুরোটা সময়ই উত্তেজিত ছিলেন কোহলি। মুষ্টিবদ্ধ উদ্যাপন, চিৎকার তো ছিলই, এমনকি মুখে আঙুল দিয়ে চুপ থাকার মতো অঙ্গভঙ্গি দর্শকদের উদ্দেশে করেন ভারতীয় এই ব্যাটার। এবারের আইপিএলে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু প্রথম ম্যাচের ঘটনাই যেন গতকাল জিইয়ে রেখেছেন কোহলি। লক্ষ্ণৌর শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের।
মজার ব্যাপার হলো, গম্ভীরের সঙ্গে বাকযুদ্ধের ঘটনায় দুবারই মাঠের লড়াইয়ে জিতেছেন কোহলি। ২০১৩ আইপিএলে কলকাতার বিপক্ষে ৮ উইকেট জিতেছিল বেঙ্গালুরু। আর গতকাল প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৬ করে বেঙ্গালুরু। ১২৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৬ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৬ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৭ ঘণ্টা আগে