Ajker Patrika

কোহলির সঙ্গে গম্ভীরের বিরোধ কোথায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৬: ৪৫
Thumbnail image

১০ বছরের ব্যবধানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গৌতম গম্ভীরের দল, ভূমিকা দুটোই পাল্টে গেছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থেকে এখন তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো খেলছেন বিরাট কোহলি। গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ১০ বছরের পুরোনো ঘটনার পুনরাবৃত্তিই যেন করলেন কোহলি ও গম্ভীর।

২০১৩ সালের ১১ এপ্রিল। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তারই সতীর্থ রজত ভাটিয়া।

চিন্নস্বামী স্টেডিয়াম থেকে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব ১৮৬৫ কিলোমিটার। এক দশক পরে কোহলির এবারের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর ইনিংসে ১৭তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। এ ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন গম্ভীর। কোহলিকে উদ্দেশ্য করে কড়া কথা বলেন তিনি। লক্ষ্ণৌর পরামর্শককেও ছেড়ে কথা বলেননি কোহলি। এ ঘটনায় ভারতীয় দুই ক্রিকেটারকে শতভাগ জরিমানা করেছে বিসিসিআই। ঝগড়ার পরে গম্ভীরকে কোহলি বলেন, ‘কিছু দিলে আপনাকে তা নিতে হবে। যদি না পারেন, তাহলে দেবেন না।’ তাছাড়া লক্ষ্ণৌর ব্যাটিংয়ের পুরোটা সময়ই উত্তেজিত ছিলেন কোহলি। মুষ্টিবদ্ধ উদ্‌যাপন, চিৎকার তো ছিলই, এমনকি মুখে আঙুল দিয়ে চুপ থাকার মতো অঙ্গভঙ্গি দর্শকদের উদ্দেশে করেন ভারতীয় এই ব্যাটার। এবারের আইপিএলে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু প্রথম ম্যাচের ঘটনাই যেন গতকাল জিইয়ে রেখেছেন কোহলি। লক্ষ্ণৌর শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের।

মজার ব্যাপার হলো, গম্ভীরের সঙ্গে বাকযুদ্ধের ঘটনায় দুবারই মাঠের লড়াইয়ে জিতেছেন কোহলি। ২০১৩ আইপিএলে কলকাতার বিপক্ষে ৮ উইকেট জিতেছিল বেঙ্গালুরু। আর গতকাল প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৬ করে বেঙ্গালুরু। ১২৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত