Ajker Patrika

রাতে সাকিবদের বিপক্ষে নামলেই কোহলির রেকর্ড

রাতে সাকিবদের বিপক্ষে নামলেই কোহলির রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এ ম্যাচে মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের নির্দিষ্ট একটি দলের হয়ে ২০০ তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন কোহলি। 

আইপিএলে এ পর্যন্ত চারজন ক্রিকেটার ২০০ ম্যাচ খেলছেন। তবে কেউই নির্দিষ্ট একটি দলের হয়ে সব ম্যাচ খেলেননি। সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় মাহেন্দ্র সিং ধোনি আছেন শীর্ষে। তবে ২১২ ম্যাচ খেলা ধোনি চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছেন দুই মৌসুম।

বর্তমানে অবশ্য চেন্নাইকেই নেতৃত্ব দিচ্ছেন ধোনি। গত রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় দিয়েই আসরের শেষ ভাগ শুরু করেছে তাঁর দল। 

রোহিত শর্মা, সুরেশ রায়না, দীনেশ কার্তিকরাও আছেন ২০০ ম্যাচ খেলাদের তালিকায়। এই তিন ক্রিকেটারও আইপিএল খেলেছেন একাধিক দলের হয়ে। তবে ২০০ ম্যাচের অভিজাত ক্লাবে পা দিতে যাওয়া একমাত্র ক্রিকেটার কোহলি, যিনি সব ম্যাচই খেলেছেন বেঙ্গালোরের হয়ে। 

২০১৩ সাল থেকে বেঙ্গালোরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কোহলি। তবে গত রাতে আচমকা জানিয়ে দেন, এই মৌসুমের পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আর থাকছেন না তিনি। অধিনায়ক হিসেবে না থাকলেও তিনি বেঙ্গালারের হয়েই ক্যারিয়ার শেষ করার ইচ্ছে পোষণ করেন, ‘আইপিএলে আমার শেষ দিন পর্যন্ত বেঙ্গালোরের খেলোয়াড় হিসেবে দেখতে চাই। আমাকে সমর্থন জোগানোয় ও আমার প্রতি আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত