Ajker Patrika

চট্টগ্রামের ৭৩ রানের লক্ষ্য কুমিল্লা পেরোল ৬৪ বল হাতে রেখে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

জয়ের অর্ধেক কাজটা সেরে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭২ রানে অলআউট করে। যা এখন পর্যন্ত বিপিএলের সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন স্কোর ছিল ৭৮ রান, সিলেট স্ট্রাইকার্সের। 

৭৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৬৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়েছে কুমিল্লা। তবে ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। ২৫ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। আজও রানে ফিরতে পারেননি লিটন দাস। কুমিল্লার অধিনায়ক মাত্র ২ রান করে ফিরে গেছেন। তাঁর মতোই দ্রুত আউট হয়েছেন ৫ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন। 
তবে চারে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তাওহীদ হৃদয়। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের জয় যখন ৭ রান দূরে ঠিক সে সময় আউট হন বাংলাদেশি ব্যাটার। আউট হওয়ার আগে ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ২৩৮.৪৬ স্ট্রাইকরেটের ইনিংসটি ৫ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। হৃদয় না পারলেও রেমন রেইফারের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান। দেখেশুনে ২৪ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। আর রেইফার অপরাজিত থাকেন ৪ রানে।

এর আগে সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে মাত্র ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। তাঁর আগের সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি স্পিনার। আরেক স্পিনার আলিস ইসলাম ১৪ রানে নেন ২ উইকেট। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার টম ব্রুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত