নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা টেস্টটা বাঁচাতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করে ফিরলেও ঢাকায় বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়েন স্বাগতিকেরা। শেষ মুহূর্তে সাকিব আল হাসান ও লিটন দাসের ফিফটিতে টেস্ট বাঁচানোর আশা দেখলেও সেটা আর হয়ে ওঠেনি। ১-০ ব্যবধানে হেরেই সিরিজ হাতছাড়া মুমিনুল হকদের।
আজ ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৮ বলেই ২৯ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ছোট লিড খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে।
অথচ ম্যাচটা ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর সব সমীকরণ পাল্টে যায়। দ্বিতীয় সেশনের শুরুতে ১৯ বলের ব্যবধানে লিটন-সাকিব দুজনকেই হারিয়েছে বাংলাদেশ। শুরুটা লিটনের বিদায়ে। ১০৩ রানের জুটি ভাঙার পর টিকতে পারেননি সাকিবও। সাকিব-লিটনের বিদায়ের পর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। এই সেশনে খেলা হয় ৩৩ ওভার। মধ্যাহ্নভোজের বিরতির পর রামেশ মেন্ডিসের প্রথম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি পূর্ণ করেন লিটন। পরের ওভারে আসিথা ফার্নান্দোর পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে ফেরেন সাজঘরে।
লিটনের বিদায়ের পর বাংলাদেশের শেষ ভরসা সাকিবও আউট হয়ে যান। বারংবার শর্ট বলের টোপ গিলতে গিয়ে আসিথার আরেক শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকেভেলার হাতে ক্যাচ দেন সাকিব। দ্রুত ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। প্রথম সেশনের প্রতিরোধ ভেঙে পড়ে বিরতির পরপরই। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর ৬ উইকেট শিকারে ইনিংসের ইতি বাংলাদেশের।
ঢাকা টেস্টটা বাঁচাতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করে ফিরলেও ঢাকায় বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়েন স্বাগতিকেরা। শেষ মুহূর্তে সাকিব আল হাসান ও লিটন দাসের ফিফটিতে টেস্ট বাঁচানোর আশা দেখলেও সেটা আর হয়ে ওঠেনি। ১-০ ব্যবধানে হেরেই সিরিজ হাতছাড়া মুমিনুল হকদের।
আজ ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৮ বলেই ২৯ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ছোট লিড খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে।
অথচ ম্যাচটা ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর সব সমীকরণ পাল্টে যায়। দ্বিতীয় সেশনের শুরুতে ১৯ বলের ব্যবধানে লিটন-সাকিব দুজনকেই হারিয়েছে বাংলাদেশ। শুরুটা লিটনের বিদায়ে। ১০৩ রানের জুটি ভাঙার পর টিকতে পারেননি সাকিবও। সাকিব-লিটনের বিদায়ের পর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। এই সেশনে খেলা হয় ৩৩ ওভার। মধ্যাহ্নভোজের বিরতির পর রামেশ মেন্ডিসের প্রথম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি পূর্ণ করেন লিটন। পরের ওভারে আসিথা ফার্নান্দোর পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে ফেরেন সাজঘরে।
লিটনের বিদায়ের পর বাংলাদেশের শেষ ভরসা সাকিবও আউট হয়ে যান। বারংবার শর্ট বলের টোপ গিলতে গিয়ে আসিথার আরেক শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকেভেলার হাতে ক্যাচ দেন সাকিব। দ্রুত ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। প্রথম সেশনের প্রতিরোধ ভেঙে পড়ে বিরতির পরপরই। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর ৬ উইকেট শিকারে ইনিংসের ইতি বাংলাদেশের।
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১২ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৩৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে