অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ একটা বেসরকারি টিভিতে প্রচার হলে গত বছর বেশ হই-চই হয়েছিল। তামিম ইকবাল আর মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছে। তবে ওই ফোনালাপটা ছিল মূলত একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রচারণা। সেটি প্রচারিত হয়েছিল বিজ্ঞাপনের অংশ হিসেবে।
মজাটা হচ্ছে, এবার বিপিএলে যে বোলারই তামিমকে আউট করছেন, সম্পাদনা করে ফেসবুকে মিরাজকে বলা তামিমের সেই ফোনালাপ ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে—‘একটা কথা শোন... পৃথিবী গোল... আজকে তুই ওই সাইডে, আমি এই সাইড। কাল আমি ওই সাইডে বসব, তুই ওই সাইডে আসবি। ভুলে যাইস না।’
তামিম-মিরাজের ওই ফোনালাপ এখন রীতিমতো হাস্যরসের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুরে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছে। আজকের পত্রিকাকে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বললেন, ‘এটা একটা বিজ্ঞাপন ছিল। তখন এটা দুষ্টুমি মতো করা হয়েছিল। প্রতিটি মানুষ এটা সিরিয়াসলি নিয়েছিল। এখন সেটা অন্য রকমভাবে ভাইরাল হচ্ছে। এটা সিরিয়াস কিছু না। এটা নেতিবাচক কোনো উদ্দেশ্য নয়, শুধুই মজার ছলে করা হয়েছিল।’
বিজ্ঞাপনে কিংবা মাঠে-মাঠের বাইরে যে মজা রসিকতাই হোক, তামিমের কাছ থেকে সব সময় ভালো পরামর্শ পেয়ে থাকেন মিরাজ। বললেন, ‘তিনি (তামিম) সব সময় চেষ্টা করেন, দলের সবাই যেন পারফর্ম করে। ৩-৪ মাসে আগে তামিম ভাই জাতীয় দলের ড্রেসিংরুমে এসে বলেছিলেন, প্রতিটি মানুষের অবস্থানকে সম্মান করা উচিত। তখন শান্ত অধিনায়ক, ওকে নিয়ে অনেক রকম কথা হচ্ছিল। তামিম ভাই বলছিলেন, দলের সবাই যেন ওকে সমর্থন করে, ওর পাশে যেন সবাই থাকে। তিনি যখন অধিনায়ক ছিলেন, অনুভব করেছেন, অধিনায়ককে দলের সবাই সমর্থন করলে দল একটা ভালো অবস্থানে যেতে পারে।’
কদিন আগে মিরাজকে কল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকা সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে সাম্প্রতিক কথোপকথন নিয়ে মিরাজ বললেন, ‘বিপিএল চলার মধ্যে একদিন ফোন দিয়েছিলেন সাকিব ভাই। এই একটু খোঁজখবর নিয়েছেন। আমাদের পারফরম্যান্স নিয়ে আলাপ হচ্ছিল।’
বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ একটা বেসরকারি টিভিতে প্রচার হলে গত বছর বেশ হই-চই হয়েছিল। তামিম ইকবাল আর মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছে। তবে ওই ফোনালাপটা ছিল মূলত একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রচারণা। সেটি প্রচারিত হয়েছিল বিজ্ঞাপনের অংশ হিসেবে।
মজাটা হচ্ছে, এবার বিপিএলে যে বোলারই তামিমকে আউট করছেন, সম্পাদনা করে ফেসবুকে মিরাজকে বলা তামিমের সেই ফোনালাপ ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে—‘একটা কথা শোন... পৃথিবী গোল... আজকে তুই ওই সাইডে, আমি এই সাইড। কাল আমি ওই সাইডে বসব, তুই ওই সাইডে আসবি। ভুলে যাইস না।’
তামিম-মিরাজের ওই ফোনালাপ এখন রীতিমতো হাস্যরসের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুরে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছে। আজকের পত্রিকাকে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বললেন, ‘এটা একটা বিজ্ঞাপন ছিল। তখন এটা দুষ্টুমি মতো করা হয়েছিল। প্রতিটি মানুষ এটা সিরিয়াসলি নিয়েছিল। এখন সেটা অন্য রকমভাবে ভাইরাল হচ্ছে। এটা সিরিয়াস কিছু না। এটা নেতিবাচক কোনো উদ্দেশ্য নয়, শুধুই মজার ছলে করা হয়েছিল।’
বিজ্ঞাপনে কিংবা মাঠে-মাঠের বাইরে যে মজা রসিকতাই হোক, তামিমের কাছ থেকে সব সময় ভালো পরামর্শ পেয়ে থাকেন মিরাজ। বললেন, ‘তিনি (তামিম) সব সময় চেষ্টা করেন, দলের সবাই যেন পারফর্ম করে। ৩-৪ মাসে আগে তামিম ভাই জাতীয় দলের ড্রেসিংরুমে এসে বলেছিলেন, প্রতিটি মানুষের অবস্থানকে সম্মান করা উচিত। তখন শান্ত অধিনায়ক, ওকে নিয়ে অনেক রকম কথা হচ্ছিল। তামিম ভাই বলছিলেন, দলের সবাই যেন ওকে সমর্থন করে, ওর পাশে যেন সবাই থাকে। তিনি যখন অধিনায়ক ছিলেন, অনুভব করেছেন, অধিনায়ককে দলের সবাই সমর্থন করলে দল একটা ভালো অবস্থানে যেতে পারে।’
কদিন আগে মিরাজকে কল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকা সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে সাম্প্রতিক কথোপকথন নিয়ে মিরাজ বললেন, ‘বিপিএল চলার মধ্যে একদিন ফোন দিয়েছিলেন সাকিব ভাই। এই একটু খোঁজখবর নিয়েছেন। আমাদের পারফরম্যান্স নিয়ে আলাপ হচ্ছিল।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে