ক্রীড়া ডেস্ক
২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তারা। তবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে হঠাৎই দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাঁর হাতে ছিল পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি। নিরাপত্তার দেয়াল ভেঙে এক পর্যায়ে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা সামলে নেন তাঁকে।
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে পিসিবি। সেই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি পাকিস্তানের সবগুলো ভেন্যুতে আজীবন নিষিদ্ধ করেছে তারা। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘নিরাপত্তা ভঙ্গের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ রাখাটাই আমাদের প্রধান অগ্রাধিকার। সবগুলো মাঠের চারপাশে আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য ও প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করতে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি আমরা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাকিস্তানের সবগুলো ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।’
এদিকে গতকাল লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়েন এক অনুপ্রবেশকারী। সেই সময় ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে জয় উদযাপন করছিল আফগানরা। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত।
২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তারা। তবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে হঠাৎই দৌড়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাঁর হাতে ছিল পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি। নিরাপত্তার দেয়াল ভেঙে এক পর্যায়ে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা সামলে নেন তাঁকে।
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে পিসিবি। সেই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি পাকিস্তানের সবগুলো ভেন্যুতে আজীবন নিষিদ্ধ করেছে তারা। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘নিরাপত্তা ভঙ্গের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ রাখাটাই আমাদের প্রধান অগ্রাধিকার। সবগুলো মাঠের চারপাশে আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য ও প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করতে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি আমরা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাকিস্তানের সবগুলো ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।’
এদিকে গতকাল লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়েন এক অনুপ্রবেশকারী। সেই সময় ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে জয় উদযাপন করছিল আফগানরা। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৩ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪১ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে