Ajker Patrika

আবারও মিরাজ-ইবাদতের জোড়া আঘাত

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৬: ১৪
আবারও মিরাজ-ইবাদতের জোড়া আঘাত

আবারও পরপর দুই বলে দক্ষিণ আফ্রিকার দুই সেট ব্যাটার আউট হলেন। ফেরালেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। গলার কাঁটা হয়ে উইকেটে থাকা টেম্বা বাভুমাকে ওভারের শেষ বলে বোল্ড করেছেন  মিরাজ। ইবাদতের পরের ওভারের প্রথম বলে বোল্ড কেশব মহারাজ।

সেঞ্চুরির পথে থাকা বাভুমা বোল্ড হয়েছেন ব্যক্তিগত ৯৩ রান করে।  এর আগেই অবশ্য ফিরতে পারতেন এই প্রোটিয়া ব্যাটার। ৭৭ রানের সময় ইবাদতের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন, কিন্তু ইয়াসির আলী চৌধুরী তালুবন্দী করতে পারেননি। আর কেশব মহারাজ আউট হওয়ার আগে করেছেন ১৯ রান।

প্রথম সেশনের শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দিনের ষষ্ঠ ওভারে দুই উইকেট খুইয়েছিল প্রোটিয়ারা। সেট ব্যাটার ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পরের বলেই উইয়ান মুল্ডারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন খালেদ। নতুন বলে ২৯ বছর বয়সী পেসারের দ্যুতিতেই বাংলাদেশ  স্বপ্নের চেয়েও সুন্দর শুরু পেয়েছিল বাংলাদেশ।

এই সেশনে এখন পর্যন্ত ৪ উইকেট তুলে নিয়েছেন খালেদ-ইবাদতরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৯৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত