Ajker Patrika

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ২০০ কোটি লাভ করেছে পিসিবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭: ৩৮
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ২০০ কোটি  লাভ করেছে পিসিবি

২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের ঐতিহাসিক এই সফরে চোখ ছিল সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের। মাঠে ও বাইরে বেশ সাফল্যের সঙ্গে সিরিজটি শেষ করেছে পিসিবি। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও, ওয়ানডেতে বাজিমাত করেছে পাকিস্তান।

এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকেও অনেক দিন মনে রাখার মতো সিরিজ খেলেছেন বাবর-ইমামরা। এমনকি মাঠের বাইরে এই সিরিজ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) লাভও হয়েছে বেশ। পিসিবি সভাপতি রমিজ রাজা বলেছেন, এই সিরিজ থেকে ২ বিলিয়ন লাভ করেছে পিসিবি। এ সময় দলের খেলার প্রশংসাও করেছেন রমিজ।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবার কাছ থেকে, যা দলকে অর্থনৈতিকভাবেও লাভবান করছে বলে জানিয়েছেন রমিজ। পিসিবির সভাপতি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দল দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, যার ফলে আমাদের ক্রিকেট দল মানুষের বিশ্বাস অর্জন করেছে, যা আমাদের দলকে অর্থনৈতিকভাবে নতুন ভিত্তি দিয়েছে।’

এ সময় অস্ট্রেলিয়া সিরিজ থেকে কেমন লাভ হয়েছে জানাতে গিয়ে রমিজ আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর আমাদের খেলা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। শুধু অস্ট্রেলিয়ার সফরে ২০০ কোটি টাকা পর্যন্ত লাভ হয়েছে। এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ইতিবাচক ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত