সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিংয়ে নামলেই যেন প্রতিপক্ষের বোলাররা একটু দুশ্চিন্তায় থাকেন। ২০২৪ আইপিএলে হায়দরাবাদের ব্যাটিংটা হচ্ছে ভিডিও গেমসের মতো। ঝড়, সুনামি, সাইক্লোনকেও যেন ছাপিয়ে যাচ্ছে দলটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ১১ বছর ধরে অক্ষত ছিল আইপিএলে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে আরসিবি করেছিল ২৬৩ রান। এ বছরের ২৭ মার্চ রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান করে রেকর্ডটা নিজেদের করে নেয় হায়দরাবাদ। ১৯ দিনের মধ্যে হায়দরাবাদ রেকর্ডটিকে লেখে নিজের মতো করে। আরসিবির বিপক্ষে চিন্নস্বামীতে হায়দরাবাদ করে ৩ উইকেটে ২৮৭ রান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে হায়দরাবাদ করে ৭ উইকেটে ২৬৬ রান। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচ স্কোরের তিনটিই হায়দরাবাদের। ফ্র্যাঞ্চাইজিটির ঝোড়ো ব্যাটিং দেখে বিস্ময় প্রকাশ করেছেন শচীন। ভারতের কিংবদন্তি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সানরাইজার্সের সঙ্গে কী রয়েছে যে তারা একাই এই মৌসুমে তিন বার ২৬০ পেরিয়েছে। আজ (গতকাল) এমন এক ম্যাচ ছিল, যেখানে তারা দিল্লি ক্যাপিটালসকে গুঁড়িয়ে দিয়েছে।’
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে গত রাতে প্রথমে ব্যাটিং পায় হায়দরাবাদ। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৮ বলে ১৩১ রান, যার মধ্যে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১২৫ রান। আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টির হিসাবে প্রথম ৬ ওভারে কোনো দলের সর্বোচ্চ স্কোর। দুর্দান্ত ব্যাটিং করা হায়দরাবাদ ম্যাচ জিতেছে ৬৭ রানে। ছন্দে থাকা হায়দরাবাদের প্রশংসা করে শচীন বলেন, ‘ট্রাভিস হেড ও অভিষেক শর্মার দুর্দান্ত শুরুর পর শাহবাজের শেষের দিকে দুর্দান্ত ব্যাটিংয়েই তারা অনেক রান করেছে। ম্যাচের দ্বিতীয় অংশে দিল্লি ক্যাপিটালসের চেয়ে দারুণ বোলিং করেছে। তাদের বৈচিত্র্যময় বোলিং কার্যকর হয়েছে। সানরাইজার্স দারুণ খেলেছে।’
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু সাল
২৮৭ /৩ হায়দরাবাদ বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
২৭৭ /৩ হায়দরাবাদ মুম্বাই হায়দরাবাদ ২০২৪
২৭২ /৭ কলকাতা দিল্লি বিশাখাপত্তনম ২০২৪
২৬৬ /৭ হায়দরবাদ দিল্লি দিল্লি ২০২৪
২৬৩ /৫ বেঙ্গালুরু পুনে বেঙ্গালুরু ২০১৩
* ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিংয়ে নামলেই যেন প্রতিপক্ষের বোলাররা একটু দুশ্চিন্তায় থাকেন। ২০২৪ আইপিএলে হায়দরাবাদের ব্যাটিংটা হচ্ছে ভিডিও গেমসের মতো। ঝড়, সুনামি, সাইক্লোনকেও যেন ছাপিয়ে যাচ্ছে দলটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ১১ বছর ধরে অক্ষত ছিল আইপিএলে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে আরসিবি করেছিল ২৬৩ রান। এ বছরের ২৭ মার্চ রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান করে রেকর্ডটা নিজেদের করে নেয় হায়দরাবাদ। ১৯ দিনের মধ্যে হায়দরাবাদ রেকর্ডটিকে লেখে নিজের মতো করে। আরসিবির বিপক্ষে চিন্নস্বামীতে হায়দরাবাদ করে ৩ উইকেটে ২৮৭ রান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে হায়দরাবাদ করে ৭ উইকেটে ২৬৬ রান। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচ স্কোরের তিনটিই হায়দরাবাদের। ফ্র্যাঞ্চাইজিটির ঝোড়ো ব্যাটিং দেখে বিস্ময় প্রকাশ করেছেন শচীন। ভারতের কিংবদন্তি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সানরাইজার্সের সঙ্গে কী রয়েছে যে তারা একাই এই মৌসুমে তিন বার ২৬০ পেরিয়েছে। আজ (গতকাল) এমন এক ম্যাচ ছিল, যেখানে তারা দিল্লি ক্যাপিটালসকে গুঁড়িয়ে দিয়েছে।’
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে গত রাতে প্রথমে ব্যাটিং পায় হায়দরাবাদ। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৮ বলে ১৩১ রান, যার মধ্যে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১২৫ রান। আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টির হিসাবে প্রথম ৬ ওভারে কোনো দলের সর্বোচ্চ স্কোর। দুর্দান্ত ব্যাটিং করা হায়দরাবাদ ম্যাচ জিতেছে ৬৭ রানে। ছন্দে থাকা হায়দরাবাদের প্রশংসা করে শচীন বলেন, ‘ট্রাভিস হেড ও অভিষেক শর্মার দুর্দান্ত শুরুর পর শাহবাজের শেষের দিকে দুর্দান্ত ব্যাটিংয়েই তারা অনেক রান করেছে। ম্যাচের দ্বিতীয় অংশে দিল্লি ক্যাপিটালসের চেয়ে দারুণ বোলিং করেছে। তাদের বৈচিত্র্যময় বোলিং কার্যকর হয়েছে। সানরাইজার্স দারুণ খেলেছে।’
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু সাল
২৮৭ /৩ হায়দরাবাদ বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
২৭৭ /৩ হায়দরাবাদ মুম্বাই হায়দরাবাদ ২০২৪
২৭২ /৭ কলকাতা দিল্লি বিশাখাপত্তনম ২০২৪
২৬৬ /৭ হায়দরবাদ দিল্লি দিল্লি ২০২৪
২৬৩ /৫ বেঙ্গালুরু পুনে বেঙ্গালুরু ২০১৩
* ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে