Ajker Patrika

মাহমুদউল্লাহ থাকবেন কি না জানা যাবে কাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭: ৫৮
মাহমুদউল্লাহ থাকবেন কি না জানা যাবে কাল 

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২৭-২৮ জন খেলোয়াড় নিয়ে ২২ জুলাইয়ের মধ্যে ক্যাম্পের দল ঘোষণা করবেন তাঁরা।

ঘোষিত সময় থেকে তিন দিন বেশি হয়ে গেল, এখনো স্কোয়াড দিতে পারেনি নান্নুর নির্বাচক প্যানেল। স্কোয়াড নিয়ে অনেক আলোচনাও হচ্ছে। বোর্ড কর্তারাই পরে আবার জানিয়েছেন, এশিয়া কাপের প্রাথমিক দলের মোড়কে কন্ডিশনিং ক্যাম্পের জন্য যে স্কোয়াড দেওয়া হবে, সেটি অফিশিয়ালি ঘোষণা হবে না, ক্যাম্পের প্রথম দিন থেকেই খেলোয়াড়েরা অনুশীলন শুরু করবেন। তবে আজ দুপুরে আজকের পত্রিকাকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামীকালই কন্ডিশনিং ক্যাম্পের দল ঘোষণা করবেন তাঁরা।

এই বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দলে ছিলেন না এই অলরাউন্ডার। কদিন ধরে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ। যার ফলে কন্ডিশনিং ক্যাম্পে তাঁর থাকা না-থাকা নিয়েও হচ্ছে বেশ আলোচনা। গুঞ্জন রয়েছে, মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তিতে আছেন। কেন্দ্রীয় চুক্তির সব খেলোয়াড়ই নাকি কন্ডিশনিং ক্যাম্পে থাকবে! কারণ, এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।

নান্নু অবশ্য মাহমুদউল্লাহকে ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘এমন তথ্য আমরা দিইনি (মাহমুদউল্লাহর ব্যাপারে)। আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করব, সেখানে আসলে আপনারা সব দেখতে পাবেন।’

প্রথমে ২৯ জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছিল বিসিবি। পরবর্তীতে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, সেটি দুদিন পিছিয়ে ৩১ জুলাই থেকে শুরু হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত