নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। হ্যামস্ট্রিং চোটে সফর শেষ লিটন দাসের। পরের দুই ম্যাচে ভুল করলেই সিরিজ হাতছাড়া হবে তামিম ইকবালদের। এমন পরিস্থিতিতে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈমকে।
প্রথম ম্যাচে হেরে সিরিজে কোণঠাসায় বাংলাদেশ। ৯ বছর পর প্রথমবার বাংলাদেশকে ওয়ানডেতে হারিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তবে দু’একটা ম্যাচ খারাপ হলেই দল হিসেবে খারাপ কী না এমন প্রশ্ন ছিল ইবাদতের। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন তোলেন তিনি।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ে রওনা হবেন ইবাদত-নাঈম। বিকেলে মিরপুরে ইবাদত বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। ২-১টা ম্যাচ খারাপ হলে আমরা দল হিসেবে খারাপ! বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’
আগামীকাল সিরিজ বাঁচাতে হবে তামিম ইকবালদের। ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই দুজনের। তবে সময় বিবেচনায় হয়তো একাদশে সুযোগ পাবেন না তাঁরা। নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে ইবাদত বলেছেন, ‘সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। হ্যামস্ট্রিং চোটে সফর শেষ লিটন দাসের। পরের দুই ম্যাচে ভুল করলেই সিরিজ হাতছাড়া হবে তামিম ইকবালদের। এমন পরিস্থিতিতে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈমকে।
প্রথম ম্যাচে হেরে সিরিজে কোণঠাসায় বাংলাদেশ। ৯ বছর পর প্রথমবার বাংলাদেশকে ওয়ানডেতে হারিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তবে দু’একটা ম্যাচ খারাপ হলেই দল হিসেবে খারাপ কী না এমন প্রশ্ন ছিল ইবাদতের। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন তোলেন তিনি।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ে রওনা হবেন ইবাদত-নাঈম। বিকেলে মিরপুরে ইবাদত বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। ২-১টা ম্যাচ খারাপ হলে আমরা দল হিসেবে খারাপ! বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’
আগামীকাল সিরিজ বাঁচাতে হবে তামিম ইকবালদের। ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই দুজনের। তবে সময় বিবেচনায় হয়তো একাদশে সুযোগ পাবেন না তাঁরা। নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে ইবাদত বলেছেন, ‘সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’
মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
১২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
২ ঘণ্টা আগে