Ajker Patrika

চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ হওয়ায় খুশি রাইদু 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

‘রূপকথার জয়’, ‘রোমাঞ্চকর জয়’-চেন্নাই সুপার কিংস ভক্তরা ২০২৩ আইপিএলের ফাইনাল নিয়ে এমন কিছু চাইলে বলতেই পারেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় চেন্নাই সুপার কিংস। রূপকথার এই জয় দিয়ে আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন আম্বাতি রাইদু।

রোববারই রাইদু জানিয়েছিলেন, এবারের আইপিএলে এটাই তার শেষ ম্যাচ। গতকাল রিজার্ভ ডেতে হয়েছে গুজরাট-চেন্নাই ফাইনাল। ১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ দুই বলে জয়ের জন্য দরকার ১০ রান। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও বোলিংয়ে মোহিত শর্মা। শেষ দুই বলে ছক্কা, চার মেরে চেন্নাইকে পঞ্চম শিরোপা এনে দেন জাদেজা। জয় দিয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করতে পেরে খুশি রাইদু। আইপিএল শিরোপা হাতে আজ ভারতীয় এই ব্যাটার টুইট করেন, ‘ষষ্ঠ বারের মতো শিরোপা জিতে বেশ ভালোই লাগছে। চেন্নাইয়ের জন্য এটা বিশেষ এক রাত। আমার জন্যও বিশেষ বটে।’

আইপিএলের শেষ ম্যাচেও কার্যকরী ইনিংস খেলেছেন রাইদু। ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল ভারতীয় এই ব্যাটার বলেন, ‘এটা রূপকথার মতো শেষ হয়েছে। এর চেয়ে বেশি কিছু চাই না। এমন ভালো দলে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। জীবনের বাকি অংশটুকু আমি। গত ৩০ বছরে আমি যে পরিশ্রম করেছি, এভাবে জয় দিয়ে শেষ করে বেশ খুশি। আমার পরিবার, বাবাকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত