Ajker Patrika

এক ম্যাচেই লিটনের তিন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২২, ০০: ০৩
এক ম্যাচেই লিটনের তিন মাইলফলক

মোহাম্মদ নবীকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। লং অন থেকে ছুটে এসে বলটা নিশ্চিত তালুবন্দী করতে যাচ্ছেন ফিল্ডার—ব্যাপারটি আঁচ করতে পেরেই অনুতপ্ত লিটন দাস হতাশায় ব্যাট দিয়ে মাথা ঠোকালেন। ড্রেসিং রুমে ফেরার দৃশ্য দেখলে মনে হতে পারে, নিজেকে কাঠগড়ায় তুলতে যাচ্ছেন তিনি। 

নিজেকে অপরাধী ভাবাটাই তো স্বাভাবিক। তিন সিনিয়র তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়েছেন। তাঁদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে টানছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটনই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিন অংক ছোঁয়ার পথেই ছিলেন লিটন। সবাই যখন তাঁকে ‘পরিণত-পূর্ণাঙ্গ’ ব্যাটার ভাবতে শুরু করেছেন; তখনই খেললেন ‘কাণ্ডজ্ঞানহীন’ শট। তাতে অল্পের জন্য টানা দুই সেঞ্চুরি মিস। 

গত শুক্রবার বাংলাদেশের দ্রুততম (৪৯ ইনিংসে) ব্যাটার হিসেবে পাঁচটি ওয়ানডতে সেঞ্চুরি পূরণ করেছেন লিটন। আজ নিজের ৫০ তম ওয়ানডেতে দ্রুততম ষষ্ঠ সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল। সেটি না হলেও আরও দুটি মাইলফলকে নাম লিখিয়েছেন এই স্টাইলিশ ওপেনার। 

নবম বাংলাদেশি হিসেবে ৪০০০ আন্তর্জাতিক রান পূরণ করেছেন লিটন। তাঁর প্রথম এক হাজার রান করতে লেগেছিল ৫০ ইনিংস। শেষ এক হাজার করতে লাগল প্রায় অর্ধেক (২৬ ইনিংস)। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাত সেঞ্চুরির ছয়টিই করেছেন গত দুই বছরে। লিটন আগের চেয়ে কতটা ধারাবাহিক, সেটির প্রমাণ দিতে এই পরিসংখ্যানই যথেষ্ট। 

শুধু তাই নয়; আজ ৮৬ রানের ইনিংস খেলার পথে দেড় হাজার ওয়ানডে রানের মাইলফলকও পেরিয়ে গেছেন লিটন। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০ ওয়ানডেতে ১৫০০ রান স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটার। 

দেশের হয়ে ৫০ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি সৌম্য সরকারের দখলে। আফগান সিরিজে উপেক্ষিত এ ব্যাটার নিজের প্রথম ৫০ ওয়ানডে ইনিংসে করেছিলেন ১৬১১ রান। আর শাহরিয়ার নাফীস করেছিলেন ১৫৭৭ রান। লিটনের মোট ওয়ানডে রান এখন ১৫৫৮। 

সৌম্য-নাফীস দুজনই বাঁহাতি। সে হিসেবে বাংলাদেশের ডানহাতি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০০ রান পূরণ করলেন লিটন। 

লিটনের তিন মাইলফলক:

• ৫০ তম ওয়ানডে খেলতে নেমেছেন

• নবম বাংলাদেশি হিসেবে ৪০০০ রান আন্তর্জাতিক রান পূরণ করেছেন

• বাংলাদেশের ডানহাতি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০০ রান করেছেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত