নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে