ক্রীড়া ডেস্ক
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
পিঠের চোটে পড়ায় মূলত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নরকিয়া ছিটকে গেছেন বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘চোটের অবস্থা কী, সেটা জানতে সোমবার বিকেলে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর (নরকিয়া) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।’ ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করবে টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। নরকীয়ার জন্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিটা হতো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি সবশেষ আয়োজিত হয়েছে ২০১৭ সালে। প্রোটিয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ নরকিয়া খেলেছেন গত বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। আর চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাশাপাশি এসএ টোয়েন্টিও শেষ তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে অবশ্য একটা ম্যাচও তিনি মাঠে নামতে পারেননি। ৭ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে দলটি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
পিঠের চোটে পড়ায় মূলত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নরকিয়া ছিটকে গেছেন বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘চোটের অবস্থা কী, সেটা জানতে সোমবার বিকেলে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর (নরকিয়া) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।’ ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করবে টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। নরকীয়ার জন্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিটা হতো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি সবশেষ আয়োজিত হয়েছে ২০১৭ সালে। প্রোটিয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ নরকিয়া খেলেছেন গত বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। আর চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাশাপাশি এসএ টোয়েন্টিও শেষ তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে অবশ্য একটা ম্যাচও তিনি মাঠে নামতে পারেননি। ৭ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে দলটি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে