Ajker Patrika

সেই আফিফ-মিরাজে বাংলাদেশের প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭: ১৯
সেই আফিফ-মিরাজে বাংলাদেশের প্রতিরোধ

দলীয় সংগ্রহ ৫০ পেরোনোর আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এ জুটি থিতু হয়েও বেশি দূর দলকে টেনে নিতে পারেনি। দলীয় সেঞ্চুরির আগেই ফেরেন রিয়াদ। সপ্তম উইকেটে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। 

আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৮ রান। 

প্রথম পাওয়ার প্লেতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। আগের ম্যাচে যাঁরাই ব্যাটিংয়ে বাংলাদেশকে লিড করেছিলেন, এবার তাঁরাই ফিরলেন ব্যক্তিগত সংগ্রহ বিশ পেরোনোর আগেই। 

মিডল অর্ডারে ব্যর্থ হন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। ৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তামিম ইকবালরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে প্রতিরোধী জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। তাঁদের ৬০ রানের জুটি ভাঙেন তাবরেজ শামসি। দলকে টেনে তুলেও এই লেগ স্পিনারের বল বুঝে উঠতে না পেরে লেগ স্লিপে থাকা ইয়ানেমান মালানের ক্যাচবন্দী হন তিনি। 

সপ্তম উইকেটে আফিফকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গত মাসে চট্টগ্রামে ৪৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে রেকর্ড জুটি গড়ে জয় এনে দিয়েছিল এই জুটি। এবার দক্ষিণ আফ্রিকায় তেমনই কিছু আশা করতে পারেন ভক্ত-সমর্থকেরা। আফিফ এরই মধ্যে ফিফটি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত