Ajker Patrika

আবারও ডমিঙ্গোকে ধুয়ে দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮: ২৮
আবারও ডমিঙ্গোকে ধুয়ে দিলেন মাশরাফি

আবারও বোমা ফাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লা বেশি ভারী বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ডমিঙ্গোর ওপর দলের খেলোয়াড়েরা খুশি না বলেও জানিয়েছেন তিনি। 

ডমিঙ্গোর বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছিলেন মাশরাফি। আবারও ডমিঙ্গোকে ব্যর্থ উল্লেখ করে তাঁকে ধুয়ে দিয়েছেন ম্যাশ। বলেছেন, ‘ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। এখন তাঁর দেশে খেলা, সেই পরিবেশ তার চেনা। এখন যদি বড় দায়িত্ব পালন করতে পারেন সেটা ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাঁকে নিয়ে খেলোয়াড়দের অনেক অভিযোগ আছে। আপনার ড্রেসিংরুম খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে সেটা মনে হয়নি। সে জন্য আমি খোলামেলা বলেছি। আর সাফল্যের হার বললে, রাসেল ডমিঙ্গোর দিকে সেটা অত বেশি নাই, যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তাঁঁর ছিল। এখন বিসিবি তাঁকে নিয়ে খুশি থাকলে খুব ভালো। সেটা বিসিবির ওপর।’ 

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘চার বছর পর দল তো অনেক এগিয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে সংস্করণে। অবশ্যই আমি আশাবাদী। তখন এবি ডি ভিলিয়ার্সের মতো ম্যাচ বদলে দেওয়ার মতো তারকারা ছিল। তাদের দলে অনেক নতুন খেলোয়াড় আছে।’ 

এ সময় নিজের শারীরিক অবস্থার আপডেট জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে মানিয়ে নিয়ে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হইত। এ জন্য আরকি ম্যানেজ করে যতটুকু খেলা যায়। আমাদের পরের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলব)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত