Ajker Patrika

এনামুল-নাসিরের জোড়া শতকে প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৩: ৪৫
এনামুল-নাসিরের জোড়া শতকে প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ

বিপিএল থেকেই ছন্দে আছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল)। প্রথম ম্যাচে অর্ধশতকের পর এবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। এনামুলের পথ ধরে প্রাইম ব্যাংকের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির হোসেনও। এতেই বড় পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ শুক্রবার সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক। দলের হয়ে এনামুল হক ১২৭ ও নাসির করেন ১০৪ রান। জেতার জন্য ৩১৫ রান করতে হবে রূপগঞ্জ টাইগার্সকে।

উদ্বোধনী জুটিতে এনামুল হকের সঙ্গে ক্রিজে আসেন শাহাদাত দিপু। শুরু থেকেই  ঝোড়ো ব্যাটিং শুরু করেন এনামুল। তবে বিপরীত পাশে ফরহাদ রেজার শিকার দিপু (০)। তিনে আসেন ভারতীয় ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। এনামুলের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি। রূপগঞ্জ টাইগার্সের স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ২১ বলে ২১ করে বোল্ড হয়ে ফেরেন ঈশ্বরণ।

তৃতীয় উইকেটের জুটিতে এনামুলকে দারুণ সঙ্গ দেন নাসির। রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন তাঁরা। শুরুতে সেঞ্চুরি তুলে নেন এনামুল। খানিক সময়ের বিরতিতে সেঞ্চুরির দেখা পান নাসিরও। তাদের ১৯৬ রানের বিশাল জুটি ভাঙেন ফরহাদ রেজা। ১২৫ বলে ১২৭ রান করা এনামুলকে আরিফুল হকের ক্যাচ বানান এই পেসার।

এনামুলের বিদায়ের কিছু সময় পর চোটে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান নাসির (১০৪)। পরের দুই ব্যাটার শামসুর রহমান শুভ (৬) ও অলক কাপালি (৪) ফেরেন ব্যর্থ হয়ে। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন এ দুই ব্যাটারই। শেষ দিকে মেহেদী হাসান ও নাহিদুল ইসলামের ৩২ রানে চড়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত