Ajker Patrika

সাকিবকে সময় দিতে বললেন মাশরাফি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবকে সময় দিতে বললেন মাশরাফি 

তৃতীয় মেয়াদে অধিনায়কত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন সাকিব আল হাসান। মুমিনুল হকের কাছ থেকে নেতৃত্ব হাতবদল হলেও টেস্টে বাংলাদেশের ভাগ্য বদল হয়নি। ক্যারিবিয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হোয়াইটওয়াশ হয়ে শেষ করেছে সাকিবের দল। 

তবে টেস্টে উন্নতির জন্য সাকিবকে সময় দিতে বললেন মাশরাফি বিন মুর্তজা। সেন্ট লুসিয়া টেস্টের হারের পর আজ এই সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'ওকে (সাকিব) সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে এটা (টেস্টে ব্যর্থতা) আমরা কাটিয়ে উঠতে পারব। কিছুটা সময় লাগবে। অনেক দূর পিছিয়ে গেলে আবার সামনে এগোতে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা, আমরা অভ্যস্ত না। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এই দুই জায়গায় কিন্তু ডিউক বলে খেলা হয়। ডিউক বলে মানিয়ে নেওয়া খুব কঠিন। এগুলো সব বিবেচনায় নিয়ে...হুট করে দলকে চাপ দিলেও হবে না।' 

রাতারাতি টেস্ট ক্রিকেটে পরিবর্তন সম্ভব না জানিয়ে মাশরাফি আরও বলেন, 'প্রথমত টেস্টে আমরা কখনোই ভালো ছিলাম না। মাঝে ঘরে কিছু ম্যাচ জিতেছিলাম। একটা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আবার নিচের দিকে। টেস্টে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। টেস্ট ক্রিকেটে ইতিবাচক ব্যাপার হলো, সাকিব বেশ অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব এখন অধিনায়ক। কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব না। সাকিব কিছু কথা বলেছে যেগুলোর গভীরতা আছে।' 

টেস্টে পরিবর্তনের জন্য ঘরের মাঠে না হারার ফরর্মুলার কথা সেন্ট লুসিয়া টেস্ট শেষে বলেছিলেন সাকিব। মাশরাফিও সাকিবের সঙ্গে সম্পূর্ণ একমত, 'একদম শতভাগ একমত। ওয়ানডে ক্রিকেটও কিন্তু আমরা এভাবে পরিবর্তন করেছি। আমাদের প্রথম পরিকল্পনা ছিল ঘরের মাঠে যতটা সম্ভব ম্যাচ জিতব। ৮০ শতাংশ ম্যাচ আমরা কীভাবে জিততে পারি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত