Ajker Patrika

জুয়াড়ির প্রস্তাব গোপন করে বড় শাস্তি পেলেন টেলর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০: ৫৬
জুয়াড়ির প্রস্তাব গোপন করে বড় শাস্তি পেলেন টেলর

জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রান্ডন টেলর। আজ এক বিবৃতিতে জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। এই সময় কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।

২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় টেলরের। সেই ব্যবসায়ীর কাছ থেকে ডলারও নিয়েছিলেন তিনি। পরে অবশ্য পুরো ব্যাপারটি আইসিসির কাছে তুলে ধরেন টেলর। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য এই নিষেধাজ্ঞায় পড়তে হলো তাঁকে। কদিন আগে সবকিছু স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন টেলর। সেটার সূত্র ধরে এল শাস্তির ঘোষণা। টেলর নিজেও জানিয়েছিলেন, আইসিসির রীতি অনুযায়ী নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি। 

টেলরের ভাষ্যমতে, ওই ভারতীয় ব্যবসায়ী তাঁকে পৃষ্ঠপোষকতা করার প্রস্তাব দেন। একই সঙ্গে জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান। এ জন্য টেলরকে ১৫ হাজার ডলার (প্রায় ১৩ লাখ টাকা) দেওয়ার প্রস্তাব দেন তিনি। ভয়ে থাকলেও জুয়াড়ির প্রস্তাব ফেলতে পারেননি টেলর। 

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) আর্থিক দুরবস্থাও তাঁকে প্রস্তাবে রাজি হতে বাধ্য করেছিল বলে জানান টেলর। তাঁর দেওয়া তথ্যমতে, বোর্ড থেকে ছয় মাসের বেতন বকেয়া ছিল খেলোয়াড়দের। অবস্থা এতটাই সঙিন ছিল যে, জিম্বাবুয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে সন্দিহান ছিলেন টেলর। সবকিছু চিন্তা করে ব্যবসায়ীর ফাঁদে পা দিয়ে একটা নৈশভোজে যান তিনি।

নৈশভোজ শেষে টেলরকে সরাসরি কোকেন সেবনের প্রস্তাব দেন সেই ব্যবসায়ী। ফাঁদটা তৈরি হয় সেই মুহূর্তে। টেলরের কোকেন সেবনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করেন জুয়াড়ি। পরে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁকে স্পট ফিক্সিংয়ে বাধ্য করলে ঘটনা আইসিসিকে জানান টেলর। শাস্তির কথা মাথায় নিয়ে সেটা মেনে নেওয়ার কথাও জানান সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত