Ajker Patrika

রাজার একারই ৮ উইকেট, তামিমদের কাছে বিধ্বস্ত সাকিবরা

আপডেট : ০৬ মে ২০২৪, ১৮: ০৪
রাজার একারই ৮ উইকেট, তামিমদের কাছে বিধ্বস্ত সাকিবরা

উইকেট নেওয়ার নেশা যেন পেয়ে বসেছিল রেজাউর রহমান রাজাকে। যখনই বোলিংয়ে এসেছেন, তখনই পেয়েছেন উইকেট। ৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একাই ধসিয়ে দিলেন রাজা।

দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল আজ মুখোমুখি হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। রাজার বোলিং তোপে ৭১ রানে গুটিয়ে গেছে শেখ জামাল। প্রাইম ব্যাংকের ১৯৯ রানের বিশাল জয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৮ উইকেট নেওয়া রাজার হাতেই। ৩৯ বল বোলিং করে খরচ করেছেন ২৩ রান।

২৭১ রানের লক্ষ্যে নেমে ১৯ রানেই ২ উইকেট হারায় শেখ জামাল। দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ততক্ষণে শেখ জামালের ইনিংসে পেরিয়ে গেছে ৯ ওভার। দশম ওভার থেকে শুরু হয়েছে রাজার আগুনে বোলিং। শেষ ৮ উইকেটের সবকটি একা নিজেই তুলে নিয়েছেন। ফজলে মাহমুদ রাব্বি, সাকিব, নুরুল হাসান সোহান, তাইবুর রহমান, রিপন মন্ডল, আবিদুর রহমান রাব্বি, ইয়াসির আলী রাব্বি, শফিকুল ইসলাম—রাজার আগুনে পুড়েছেন সবাই। যেখানে সাকিব মেরেছেন গোল্ডেন ডাক। তাইবুর, রিপন, আবিদুর—তিন ব্যাটারকে করেছেন বোল্ড আউট। ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেছেন ইয়াসির। ২৪ বলের ইনিংসে মেরেছেন ১টি করে চার ও ছক্কা। ইয়াসিরের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন সৈকত আলী।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক সোহান। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭০ রান করে প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন জাকির হাসান। ৯৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ২ ছক্কা। সাকিব, আরিফ আহমেদ, তাইবুর, শফিকুল ইসলাম—প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। সাইফ হাসান নিয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার তামিমের উইকেট। তামিম করেন ২৫ বলে ২২ রান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক সাকিব ছুঁয়েছেন এই ম্যাচেই।

আগেই এবারের ডিপিএলের শিরোপা নিশ্চিত করা আবাহনী টানা ম্যাচ জয়ের সংখ্যাটা নিয়ে গেছে ১৬ নম্বরে। মিরপুরে সুপার লিগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে শাইনপুকুর ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ২৩৪ রান।   রান তাড়া করতে নেমে ৪৬.১ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান করে আবাহনী। আবাহনীর ২৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন এনামুল হক বিজয়। ১২০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত বিজয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি হয়েছে লো স্কোরিং। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৪৭.১ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।  রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স অলআউট ৩২.১ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। ৫৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৪৪ রান করেছেন। ২৪ রানে নেন ২ উইকেট।

 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত