উইকেট নেওয়ার নেশা যেন পেয়ে বসেছিল রেজাউর রহমান রাজাকে। যখনই বোলিংয়ে এসেছেন, তখনই পেয়েছেন উইকেট। ৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একাই ধসিয়ে দিলেন রাজা।
দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল আজ মুখোমুখি হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। রাজার বোলিং তোপে ৭১ রানে গুটিয়ে গেছে শেখ জামাল। প্রাইম ব্যাংকের ১৯৯ রানের বিশাল জয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৮ উইকেট নেওয়া রাজার হাতেই। ৩৯ বল বোলিং করে খরচ করেছেন ২৩ রান।
২৭১ রানের লক্ষ্যে নেমে ১৯ রানেই ২ উইকেট হারায় শেখ জামাল। দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ততক্ষণে শেখ জামালের ইনিংসে পেরিয়ে গেছে ৯ ওভার। দশম ওভার থেকে শুরু হয়েছে রাজার আগুনে বোলিং। শেষ ৮ উইকেটের সবকটি একা নিজেই তুলে নিয়েছেন। ফজলে মাহমুদ রাব্বি, সাকিব, নুরুল হাসান সোহান, তাইবুর রহমান, রিপন মন্ডল, আবিদুর রহমান রাব্বি, ইয়াসির আলী রাব্বি, শফিকুল ইসলাম—রাজার আগুনে পুড়েছেন সবাই। যেখানে সাকিব মেরেছেন গোল্ডেন ডাক। তাইবুর, রিপন, আবিদুর—তিন ব্যাটারকে করেছেন বোল্ড আউট। ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেছেন ইয়াসির। ২৪ বলের ইনিংসে মেরেছেন ১টি করে চার ও ছক্কা। ইয়াসিরের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন সৈকত আলী।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক সোহান। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭০ রান করে প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন জাকির হাসান। ৯৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ২ ছক্কা। সাকিব, আরিফ আহমেদ, তাইবুর, শফিকুল ইসলাম—প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। সাইফ হাসান নিয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার তামিমের উইকেট। তামিম করেন ২৫ বলে ২২ রান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক সাকিব ছুঁয়েছেন এই ম্যাচেই।
আগেই এবারের ডিপিএলের শিরোপা নিশ্চিত করা আবাহনী টানা ম্যাচ জয়ের সংখ্যাটা নিয়ে গেছে ১৬ নম্বরে। মিরপুরে সুপার লিগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে শাইনপুকুর ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ২৩৪ রান। রান তাড়া করতে নেমে ৪৬.১ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান করে আবাহনী। আবাহনীর ২৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন এনামুল হক বিজয়। ১২০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি হয়েছে লো স্কোরিং। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৪৭.১ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স অলআউট ৩২.১ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। ৫৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৪৪ রান করেছেন। ২৪ রানে নেন ২ উইকেট।
আরও পড়ুন:
উইকেট নেওয়ার নেশা যেন পেয়ে বসেছিল রেজাউর রহমান রাজাকে। যখনই বোলিংয়ে এসেছেন, তখনই পেয়েছেন উইকেট। ৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একাই ধসিয়ে দিলেন রাজা।
দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল আজ মুখোমুখি হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। রাজার বোলিং তোপে ৭১ রানে গুটিয়ে গেছে শেখ জামাল। প্রাইম ব্যাংকের ১৯৯ রানের বিশাল জয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৮ উইকেট নেওয়া রাজার হাতেই। ৩৯ বল বোলিং করে খরচ করেছেন ২৩ রান।
২৭১ রানের লক্ষ্যে নেমে ১৯ রানেই ২ উইকেট হারায় শেখ জামাল। দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ততক্ষণে শেখ জামালের ইনিংসে পেরিয়ে গেছে ৯ ওভার। দশম ওভার থেকে শুরু হয়েছে রাজার আগুনে বোলিং। শেষ ৮ উইকেটের সবকটি একা নিজেই তুলে নিয়েছেন। ফজলে মাহমুদ রাব্বি, সাকিব, নুরুল হাসান সোহান, তাইবুর রহমান, রিপন মন্ডল, আবিদুর রহমান রাব্বি, ইয়াসির আলী রাব্বি, শফিকুল ইসলাম—রাজার আগুনে পুড়েছেন সবাই। যেখানে সাকিব মেরেছেন গোল্ডেন ডাক। তাইবুর, রিপন, আবিদুর—তিন ব্যাটারকে করেছেন বোল্ড আউট। ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেছেন ইয়াসির। ২৪ বলের ইনিংসে মেরেছেন ১টি করে চার ও ছক্কা। ইয়াসিরের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন সৈকত আলী।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক সোহান। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭০ রান করে প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন জাকির হাসান। ৯৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ২ ছক্কা। সাকিব, আরিফ আহমেদ, তাইবুর, শফিকুল ইসলাম—প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। সাইফ হাসান নিয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার তামিমের উইকেট। তামিম করেন ২৫ বলে ২২ রান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক সাকিব ছুঁয়েছেন এই ম্যাচেই।
আগেই এবারের ডিপিএলের শিরোপা নিশ্চিত করা আবাহনী টানা ম্যাচ জয়ের সংখ্যাটা নিয়ে গেছে ১৬ নম্বরে। মিরপুরে সুপার লিগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে শাইনপুকুর ৫০ ওভারে করেছে ৮ উইকেটে ২৩৪ রান। রান তাড়া করতে নেমে ৪৬.১ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান করে আবাহনী। আবাহনীর ২৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন এনামুল হক বিজয়। ১২০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি হয়েছে লো স্কোরিং। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৪৭.১ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স অলআউট ৩২.১ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। ৫৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৪৪ রান করেছেন। ২৪ রানে নেন ২ উইকেট।
আরও পড়ুন:
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে