Ajker Patrika

লায়নের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫: ১৯
লায়নের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

নিজেদের রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। পার্থে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে ওয়েস্ট ইন্ডিজের আজ পঞ্চম দিনে দরকার ছিল ৩০৬ রান। হাতে ছিল ৭ উইকেট। তবে নাথান লায়নের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি লক্ষ্যের ধারেকাছেও। প্রথম টেস্টে ক্যারিবীয়দের ১৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

১৯২ রানে ৩ উইকেটে পঞ্চম দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ তাদের চতুর্থ উইকেট হারিয়েছে খুব দ্রুতই। দলীয় ২০৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে ফেরেন কাইল মায়ার্স। এই উইকেট তুলে নেন লায়ন। মায়ার্সকে আউট করার পর দ্রুতই সেঞ্চুরিয়ান ক্রেগ ব্র্যাথওয়েটের উইকেটও তুলে নেন লায়ন। ১১০ রান করে ড্রেসিংরুমে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক। ব্রাথওয়েটের পর জ্যাসন হোল্ডার, জোশুয়া ডা সিলভা—এই দুটো উইকেটও হারায় উইন্ডিজরা। 

৩ উইকেটে ১৯২ রান থেকে ৭ উইকেটে ২৩৩ রান—এই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অষ্টম উইকেটে রস্টন চেজ ও আলজারি জোসেফের ৮২ রানের জুটিতে মূলত ব্যবধান কমায় ক্যারিবীয়রা। ৪৩ রান করা জোসেফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ট্রাভিস হেড। আর ১১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা ২ উইকেট নিয়ে উইন্ডিজদের কফিনে শেষ পেরেক ঠোকেন লায়ন। ১১০.৫ ওভার ব্যাটিং করে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ান এই অফস্পিনার ১২৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। 

ম্যাচসেরা হয়েছেন মারনাস লাবুশেন। প্রথম ইনিংসে ২০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৪ উইকেটে ৫৯৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮২ রানে ঘোষণা করেছিল ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত