Ajker Patrika

এবার জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ০৫
এবার জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

টিভির পর্দায় যাঁরা ম্যাচ দেখেছেন, ম্যাচ শেষে কেউ কেউ নিজের অজান্তেই হয়তো বলে ফেলেছেন—কী একটা ম্যাচ হেরে গেল বাংলাদেশ! শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ৪ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। 

ওভারের তৃতীয় বলে ফারিহা তৃষ্ণা বোল্ড হতেই মাথায় হাত নন স্ট্রাইকে দাঁড়ানো নাহিদা আক্তারের। ব্যাটারদের ব্যর্থতার দিনে নাহিদার ব্যাটে চড়েই জয়ের এত কাছে এসেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জিততে জিততেও হেরে গেলেন মেয়েরা। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। 

বছরের শুরুতে এই মাউন্ট মঙ্গানুইয়ে  ইতিহাস গড়েছিলেন ছেলেরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয় পেয়েছিল মুমিনুল হকের দল। এই একই মাঠে আজ জয়ের দারুণ আশা জাগিয়েছিল নিগার সুলতারা দলও। কিন্তু তরী তীরে ভেড়াতে পারলেন না সালমা-জাহানারারা। 

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সালমা নাহিদাদের বোলিং তোপে ৭০ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে লেজের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে শামিমা সুলতানার উইকেট হারালে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে ৩০ রানের দুটি জুটি গড়ে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবু ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়নি। শেষ দিকে সালমা ও নাহিদা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু দিনটা বাংলাদেশের ছিল না। তাই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত