অবসর ভেঙে ফেরা, নেতৃত্ব ছেড়ে দেওয়া—গত কয়েক মাসে এসব নিয়ে বেশ আলোচনায় তামিম ইকবাল। এবার তামিমকে ছাড়াই নিজের পছন্দের একাদশ ঘোষণা করলেন লিটন দাস।
ঢাকার এক হোটেলে আজ হয়েছে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের প্রোগ্রাম। এই অনুষ্ঠানে ছিলেন লিটন। বাংলাদেশের এই ব্যাটারকে তাঁর পছন্দের একাদশ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। লিটনের পছন্দের একাদশে সর্বোচ্চ তিন ক্রিকেটার শ্রীলঙ্কার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার আছেন। পছন্দের একাদশে নিজেকেই অধিনায়ক ঘোষণা করেছেন লিটন। উইকেটরক্ষকের দায়িত্বও তিনি সামলাবেন। লিটনের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার আছেন সাকিব আল হাসান। এই দলে ওপেনিং করবেন সনাথ জয়সুরিয়া ও বীরেন্দর শেবাগ। টপ অর্ডারে ব্যাটিং করবেন শচীন টেন্ডুলকার। স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গে থাকছেন মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন। পেস বোলিংয়ের দায়িত্বে থাকছেন চামিন্দা ভাস, ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। তামিম একাদশে আছেন কি না, সে কথা অনুষ্ঠানে অনেকবার জিজ্ঞেস করা হলেও লিটন কিছুই বলেননি।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে। সারে যেমন চ্যাম্পিয়ন হয়নি, লিটনও ছিলেন বিবর্ণ। আট ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭ ম্যাচে। ২১.৭১ গড়ে করেছেন ১৫২ রান। একটা ফিফটি করেছেন টুর্নামেন্টে। স্ট্রাইকরেট ১০০.৬৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। কানাডার লিগ বেশ উপভোগ করেছেন বাংলাদেশের এই ব্যাটার, ‘গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।’
লিটনের একাদশ:
সনাথ জয়সুরিয়া
বীরেন্দর শেবাগ
শচীন টেন্ডুলকার
রিকি পন্টিং
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
সাকিব আল হাসান
ওয়াসিম আকরাম
শেন ওয়ার্ন
মুত্তিয়া মুরলিধরন
শোয়েব আখতার
চামিন্দা ভাস
অবসর ভেঙে ফেরা, নেতৃত্ব ছেড়ে দেওয়া—গত কয়েক মাসে এসব নিয়ে বেশ আলোচনায় তামিম ইকবাল। এবার তামিমকে ছাড়াই নিজের পছন্দের একাদশ ঘোষণা করলেন লিটন দাস।
ঢাকার এক হোটেলে আজ হয়েছে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের প্রোগ্রাম। এই অনুষ্ঠানে ছিলেন লিটন। বাংলাদেশের এই ব্যাটারকে তাঁর পছন্দের একাদশ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। লিটনের পছন্দের একাদশে সর্বোচ্চ তিন ক্রিকেটার শ্রীলঙ্কার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার আছেন। পছন্দের একাদশে নিজেকেই অধিনায়ক ঘোষণা করেছেন লিটন। উইকেটরক্ষকের দায়িত্বও তিনি সামলাবেন। লিটনের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার আছেন সাকিব আল হাসান। এই দলে ওপেনিং করবেন সনাথ জয়সুরিয়া ও বীরেন্দর শেবাগ। টপ অর্ডারে ব্যাটিং করবেন শচীন টেন্ডুলকার। স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গে থাকছেন মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন। পেস বোলিংয়ের দায়িত্বে থাকছেন চামিন্দা ভাস, ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। তামিম একাদশে আছেন কি না, সে কথা অনুষ্ঠানে অনেকবার জিজ্ঞেস করা হলেও লিটন কিছুই বলেননি।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে। সারে যেমন চ্যাম্পিয়ন হয়নি, লিটনও ছিলেন বিবর্ণ। আট ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭ ম্যাচে। ২১.৭১ গড়ে করেছেন ১৫২ রান। একটা ফিফটি করেছেন টুর্নামেন্টে। স্ট্রাইকরেট ১০০.৬৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। কানাডার লিগ বেশ উপভোগ করেছেন বাংলাদেশের এই ব্যাটার, ‘গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।’
লিটনের একাদশ:
সনাথ জয়সুরিয়া
বীরেন্দর শেবাগ
শচীন টেন্ডুলকার
রিকি পন্টিং
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
সাকিব আল হাসান
ওয়াসিম আকরাম
শেন ওয়ার্ন
মুত্তিয়া মুরলিধরন
শোয়েব আখতার
চামিন্দা ভাস
টুর্নামেন্টের শেষভাগে এসে পড়েছে লা লিগা। একটু এদিক সেদিক হলেই ফস্কে যেতে পারে। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা তাতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেছে। ১–০ গোলে জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের...
৩০ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি আপিলে এক ম্যাচে কমিয়ে আনার ঘটনায় সমালোচিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বোর্ডের দুই গুরুত্বপূর্ণ বিভাগ সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) ও আম্পায়ার্স কমিটির টেকনিক্যাল কমিটি একে...
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
২ ঘণ্টা আগেব্লেসিং মুজারাবানির ওই ওভারের পরই শুরু হতো চা-বিরতি। মুজারাবানির চতুর্থ বলে মুশফিকুর রহিম করলেন কী, ব্যাক অব লেংথ থেকে উঠে আসা অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ক্রেইগ আরভিনের সহজ ক্যাচ। প্রথম ইনিংসে করেছিলেন মোটে ৪ রান, কালও ফিরলেন সেই ৪ রানে। সিলেট টেস্টে চা-বিরতির আগমুহূর্তে চারের চক্রে আটক
২ ঘণ্টা আগে