Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চোখ রাখছেন বাবর

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চোখ রাখছেন বাবর

ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট যে পাকিস্তান-নিউজিল্যান্ড, তা নিশ্চিত হওয়া গিয়েছিল অনেক আগেই। ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল তাই পাকিস্তানের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার। আর এই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচের মোমেন্টাম আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ধরে রাখতে চান বলে জানিয়েছেন বাবর আজম।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান জিতেছে শেষ ওভারে। এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন বাবর। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমি খুশি। আমরা ভালো খেলছি। একটা জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়। আমরা ফাইনালে চোখ রাখছি এবং এই মোমেন্টাম  পরের ম্যাচে নিয়ে যেতে চাই।’

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করেছিল। বোলিং নিয়ে তাই কিছুটা আক্ষেপ বাবরের। তবে ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনিংয়ে ১০১ রানের জুটি গড়েছেন বাবর। এরপর মোহাম্মদ নওয়াজ দারুণ ব্যাটিং করেছেন। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করতে পারিনি। আমি এবং রিজওয়ান দারুণ শুরু করেছিলাম এবং নওয়াজ দারুণ খেলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত