Ajker Patrika

আইসিসি মাসসেরার তালিকায় দুই সহযোগী দেশের তারকার সঙ্গে আফ্রিদি

আপডেট : ০৬ মে ২০২৪, ১৬: ২২
আইসিসি মাসসেরার তালিকায় দুই সহযোগী দেশের তারকার সঙ্গে আফ্রিদি

পুরুষ ক্রিকেটারদের মাসসেরার তালিকা প্রকাশ করেছে আইসিসি। এপ্রিলের সেরার তিনজনের তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে দুই সহযোগী দেশের তারকা—নামিবিয়ার গেরহান্ড এরাসমাস ও যুক্তরাষ্ট্রের মুহাম্মদ ওয়াসিম।

গত মাসে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শাহিন। ২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজে ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ৯০ রানে আটকানোর পথে পাকিস্তানি পেসার নেন ১৩ রানে ৩ উইকেট। ম্যাচসেরাও হোন তিনি।

শাহিন সিরিজের শেষ ম্যাচে নেন ৪ উইকেট। সেই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজসেরাও হোন শাহিন।

এপ্রিলে ওমান সফরে সিরিজসেরার পুরস্কার জেতেন এরাসমাস। শাহিনের মতো তিনিও পাঁচ ম্যাচের সিরিজে দুবার ম্যাচসেরা হোন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এরাসমাসের নৈপুণ্যে ওমানের বিপক্ষে সিরিজ জেতে নামিবিয়া।

যুক্তরাষ্ট্রের হার্ড হিটার ব্যাটার ওয়াসিম গত মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এসিসি প্রিমিয়ার কাপে ৬ ম্যাচে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান। এই টুর্নামেন্টে পান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত