Ajker Patrika

গেইলকে অপেক্ষায় রাখল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবসরের আভাস দিয়েছিলেন ক্রিস গেইল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠ ছাড়ার সময় মনে হচ্ছিল, এই বুঝি অবসর নিয়ে ফেললেন ‘ইউনিভার্স বস’! কিন্তু পরে জানান, ঘরের মাঠে ক্রিকেটকে বিদায় জানাবেন। অথচ আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগই পেলেন না গেইল। 

আগামী আট জানুয়ারি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর পরপরই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে এই নয় ম্যাচের ঘোষিত দলে জায়গা হয়নি গেইলের। 

জ্যামাইকায় গেইল অবসর নেবেন বলে শোনা যাচ্ছিল। তবে সেটি উড়িয়ে দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান রিকি স্কেরিট। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে গেইলের অবসর নিয়ে যে খবর ছড়িয়েছিল তা সঠিক নয়। বোর্ডের এমন কোনো পরিকল্পনা ছিল না।’ 

এখনই কোনো পরিকল্পনা না থাকলেও বোর্ডের ভাবনায় আছে বিষয়টি। ঘরের মাঠে গেইলের অবসরের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন স্কেরিট, ‘জ্যামাইকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গেলের অনেক অবদান রয়েছে। তাই সমর্থকদের ভালোবাসার মধ্যেই ওর অবসর নেওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ওর জন্য সঠিক ভাবে অবসরের পরিকল্পনা করবে। সেটা গেলেরও ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত