প্রথম সেঞ্চুরির দেখা পেতে এবারের বিপিএলে ২৬ তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় সেঞ্চুরি পেতে মাত্র তিন ম্যাচ অপেক্ষা করতে হলো। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে বসলেন উইল জ্যাকস।
৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করছেন জ্যাকস। ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। এবারের বিপিএলে যা দ্রুততম। এর আগে ৫৩ বলে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়।
জ্যাকসের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছে কুমিল্লা। বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। সমান ২৩৯ রানের দলীয় ইনিংস খেলেছে রংপুর রাইডার্সও। ২০১৯ বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।
মিরপুরে খরা গেলেও আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই রানের ফোয়ারা ছুটেছে। চট্টগ্রামের বিপক্ষে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন দুই ওপেনার লিটন দাস ও জ্যাকস। ৭ দশমিক ৫ ওভারেই উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেছেন দুজনে। এর মধ্যে ৩১ বলে ৬০ রানে করে ফিরে যান লিটন। ৯ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়েছেন কুমিল্লার অধিনায়ক।
লিটন আউট হলেও জ্যাকস ইনিংস শেষ করেছেন অপরাজিত থেকেই। তাঁর ১০৮ রানের ইনিংসকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্বদেশি মঈন আলি। ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলছেন ইংল্যান্ড অলরাউন্ডার। ২ চারে বিপরীতে মেরেছেন ৫ ছক্কা।
২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে চট্টগ্রামও। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৭৬ রান করছে বন্দর নগরীর দলটি। ৩৬ রান করা জস ব্রাউনের সঙ্গে অপরাজিত আছেন ৩৭ রান করা তানজিদ হাসান তামিম।
প্রথম সেঞ্চুরির দেখা পেতে এবারের বিপিএলে ২৬ তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় সেঞ্চুরি পেতে মাত্র তিন ম্যাচ অপেক্ষা করতে হলো। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে বসলেন উইল জ্যাকস।
৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করছেন জ্যাকস। ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। এবারের বিপিএলে যা দ্রুততম। এর আগে ৫৩ বলে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়।
জ্যাকসের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছে কুমিল্লা। বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। সমান ২৩৯ রানের দলীয় ইনিংস খেলেছে রংপুর রাইডার্সও। ২০১৯ বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।
মিরপুরে খরা গেলেও আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই রানের ফোয়ারা ছুটেছে। চট্টগ্রামের বিপক্ষে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন দুই ওপেনার লিটন দাস ও জ্যাকস। ৭ দশমিক ৫ ওভারেই উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেছেন দুজনে। এর মধ্যে ৩১ বলে ৬০ রানে করে ফিরে যান লিটন। ৯ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়েছেন কুমিল্লার অধিনায়ক।
লিটন আউট হলেও জ্যাকস ইনিংস শেষ করেছেন অপরাজিত থেকেই। তাঁর ১০৮ রানের ইনিংসকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্বদেশি মঈন আলি। ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলছেন ইংল্যান্ড অলরাউন্ডার। ২ চারে বিপরীতে মেরেছেন ৫ ছক্কা।
২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে চট্টগ্রামও। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৭৬ রান করছে বন্দর নগরীর দলটি। ৩৬ রান করা জস ব্রাউনের সঙ্গে অপরাজিত আছেন ৩৭ রান করা তানজিদ হাসান তামিম।
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে