Ajker Patrika

তামিম মনে করেন, তাইজুল প্রাপ্য সম্মান পান না

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭: ০০
তামিম মনে করেন, তাইজুল প্রাপ্য সম্মান পান না

বাঁ হাতের ভেলকিতে তাইজুল ইসলাম ব্যাটারদের কাবু করেন নিয়মিত। তবু তিনি পাদপ্রদীপের আলোয় খুব একটা আসেন না। অনেকটা নীরবে-নিভৃতে নিজের কাজটা করে যাচ্ছেন বছরের পর বছর। তামিম ইকবালের মতে তাইজুল যথাযথ সম্মান পান না। 
 
টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে তাইজুল গতকাল ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এতে বাঁহাতি স্পিনারের লেগেছে ৪৮ ম্যাচ। তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।’

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তাইজুল তিন সংস্করণ মিলে খেলেছেন ৭০ ম্যাচ, যার মধ্যে ৪৮টাই টেস্ট। ২০১ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। এই সাকিবকেও পেছনে ফেলে  টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। যেখানে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। তাইজুলকে নিয়ে তাই আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সব সময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।’অধিনায়ক নাজমুল হোসেন শান্তও প্রশংসায় ভাসিয়েছেন তাইজুলকে। ছবি: ফেসবুকবাংলাদেশের ক্রিকেটার বলেই হয়তো তাইজুলকে নিয়ে বিশ্ব ক্রিকেটে খুব একটা আলোচনা হয় না—তামিমের কথার সারমর্ম এমনটাই। তামিম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’ 

তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শান্ত লেখেন, বছরের পর বছর ধারাবাহিক পারফরম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক, সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সব সময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশি দিবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা। ২০০কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। স্বাগতিকেরা ১০৬ রানে গুটিয়ে যায় ৪০.১ ওভার ব্যাটিং করে। এরপর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪০ রানে শেষ করেছিল দিনের খেলা। ৬ উইকেটের ৫টিই তুলে তাইজুল। টেস্টে এটা তাঁর ইনিংসে ১৩ বারের মতো ৫ উইকেট। বাংলাদেশের মাঠে টেস্টে তাইজুলের উইকেট ১৬২। এই তালিকাতেও তাইজুলের চেয়ে এগিয়ে সাকিব। ঘরের মাঠে সাকিব টেস্টে নিয়েছেন ১৬৩ উইকেট।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত