Ajker Patrika

দ্বিতীয় সারির বাংলাদেশকে রমিজের ‘না’

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৭
Thumbnail image

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মসনদে বসতে না বসতেই মহাঝামেলায় রমিজ রাজা। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো হওয়া সত্ত্বেও নিরাপত্তার ইস্যুতে বাতিল হয়ে গেল দু-দুটি আন্তর্জাতিক সিরিজ। 

নিউজিল্যান্ড দল না খেলেই পাকিস্তান ছেড়েছে। এর তিন দিনের মধ্যে সফর বাতিল করেছে ইংল্যান্ড। যেকোনো মুহূর্তে বেঁকে বসতে পারে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে হট সিটের উত্তাপ ভালোই টের পাচ্ছেন রমিজ। 

তবে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের সিদ্ধান্তে খুব একটা অবাক হননি রমিজ। দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ঝাড়লেও ধন্যবাদ জানিয়েছেন দুঃসময়ে পাশে থাকতে চাওয়াদের। 

নিউজিল্যান্ডকে না পেয়ে বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছিল পিসিবি। তাদের প্রস্তাব সরাসরি নাকচ না করে দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটিতে সায় দেননি রমিজ। 

৫৯ বছর বয়সী সাবেক অধিনায়ক বলেছেন, ‘অনেকেই সহমর্মিতা জানিয়েছিল। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা আসার জন্য প্রস্তুত ছিল। বাংলাদেশ তাদের দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য। তবে আমরা অযথা ঝামেলা চাইনি। তাই বাংলাদেশকে নিষেধ করে দিয়েছি।’ 

পাকিস্তান ক্রিকেটে সোনালি সময় ফিরিয়ে আনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন রমিজ, ‘আমি সমর্থকদের কথা দিচ্ছি, পাকিস্তান ক্রিকেট আবারও পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়বে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত