Ajker Patrika

অবসরে গেলেন ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪৪
অবসরে গেলেন ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক

মিসবাহ-উল-হককে আউট করে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন যোগিন্দার শর্মা। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় এই পেসার। 

এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানিয়েছেন যোগিন্দার। ভারতীয় এই পেসার বলেন, ‘২০০২ থেকে ২০১৭ পর্যন্ত যাত্রাটা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ভারতের হয়ে শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। সতীর্থ, কোচ, মেন্টর এবং সাপোর্ট স্টাফ-আপনাদের সঙ্গে খেলতে পারা আসলেই বিশেষ কিছু। স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ 

শুধু ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গের ফাইনাল ম্যাচই নয়, এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে আরও বাঁচিয়েছিলেন যোগিন্দার। ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ ওভার বোলিংয়ে এসে মাত্র ৬ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছিলেন তিনি। ভারতীয় এই পেসারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার মানেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৯.৫১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর ওয়ানডেতে ৪ ম্যাচ খেলে ৪.৬০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি ম্যাচ না খেললেও লিস্ট ‘এ’, প্রথম শ্রেণীর ম্যাচ, টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন যোগিন্দার। প্রথম শ্রেণীতে ৭৭ ম্যাচে ২৯৭ উইকেট, ৮০টি লিস্ট-‘এ’ ম্যাচে ১১৭ উইকেট ও ৬৩ টি-টোয়েন্টিতে ৬১ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। আইপিএলে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। 

ক্রিকেটার থাকা অবস্থাতেই নিজের রাজ্য হরিয়ানায় পুলিশ হিসেবে যোগ দিয়েছিলেন যোগিন্দার। এখন তিনি হরিয়ানার হিসার জেলার পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা ছিলেন ভারতীয় এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত