ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়তে সবাই চায়। তবে বিব্রতকর রেকর্ডগুলোর ধারে কাছে কেউ থাকতে চায় না।
তবে খেলোয়াড়েরা চাইলেও অনেক সময় নেতিবাচক রেকর্ড এড়িয়ে যেতে পারেন না। ম্যাটি ম্যাককিরনানও যেমন পারলেন না রাইলি রুশোর কারণে। ইংলিশ লেগ স্পিনার স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন।
টি-টোয়েন্টিকে ব্যাটারদের খেলা হিসেবেই বিবেচনা করা হয়। সংক্ষিপ্ত সংস্করণে বোলাররা প্রায়ই হয়ে পড়েন দিশেহারা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে গত রাতে সমারসেটের বিপক্ষে ডার্বিশায়ারের বোলারদের অবস্থা ছিল তেমনই। ডার্বির লেগ স্পিনার ম্যাককিরনানের দশা আরও শোচনীয়। ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার সারমাদ আনোয়ারের। তিনি ২০১১ সালে সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন লাহোর লায়ন্সের বিপক্ষে।
নিজের প্রথম তিন ওভারে ৪৬ রান দিয়েছিলেন ম্যাককিরনান। বোলিং কোটা পূরণ করতে আসার আগে হয়তো ভাবেননি বিব্রতকর রেকর্ডে নাম লেখাতে চলেছেন তিনি। কারণ, রেকর্ড থেকে অনেক দূরে ছিলেন।
কিন্তু সমারসেট ইনিংসের ১৫ তম ওভারে ৩৬ রান দিয়ে বেদনাদায়ক রেকর্ডটা নিজের করে নেন ম্যাককিরনান। ৫ ছক্কা ও এক চারের সঙ্গে দুটি নো বল দেন ওই ওভারে। বিপিএল মাতানো দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো একাই নেন ৩৪ রান।
সমারসেট-ডার্বিশায়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে। রুশো ৯৩ রান করেছেন মাত্র ৩৬ বলে। ৮ চারের সঙ্গে মেরেছেন ৭ ছক্কাও। তাঁর ৯৩ ও টম ব্যান্টনের ৭৩ রানে সমারসেটের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান; যা ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ডার্বিশায়ারের ব্যাটাররা জবাব দিতে নেমে ম্যাককিরনানের দেওয়া ৮২ রানের চেয়েও কম করে। অলআউট হয় মাত্র ৭৪ রানে। সমারসেট জেতে ১৯১ রানে। এটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ও টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
রেকর্ড গড়তে সবাই চায়। তবে বিব্রতকর রেকর্ডগুলোর ধারে কাছে কেউ থাকতে চায় না।
তবে খেলোয়াড়েরা চাইলেও অনেক সময় নেতিবাচক রেকর্ড এড়িয়ে যেতে পারেন না। ম্যাটি ম্যাককিরনানও যেমন পারলেন না রাইলি রুশোর কারণে। ইংলিশ লেগ স্পিনার স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন।
টি-টোয়েন্টিকে ব্যাটারদের খেলা হিসেবেই বিবেচনা করা হয়। সংক্ষিপ্ত সংস্করণে বোলাররা প্রায়ই হয়ে পড়েন দিশেহারা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে গত রাতে সমারসেটের বিপক্ষে ডার্বিশায়ারের বোলারদের অবস্থা ছিল তেমনই। ডার্বির লেগ স্পিনার ম্যাককিরনানের দশা আরও শোচনীয়। ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার সারমাদ আনোয়ারের। তিনি ২০১১ সালে সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন লাহোর লায়ন্সের বিপক্ষে।
নিজের প্রথম তিন ওভারে ৪৬ রান দিয়েছিলেন ম্যাককিরনান। বোলিং কোটা পূরণ করতে আসার আগে হয়তো ভাবেননি বিব্রতকর রেকর্ডে নাম লেখাতে চলেছেন তিনি। কারণ, রেকর্ড থেকে অনেক দূরে ছিলেন।
কিন্তু সমারসেট ইনিংসের ১৫ তম ওভারে ৩৬ রান দিয়ে বেদনাদায়ক রেকর্ডটা নিজের করে নেন ম্যাককিরনান। ৫ ছক্কা ও এক চারের সঙ্গে দুটি নো বল দেন ওই ওভারে। বিপিএল মাতানো দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো একাই নেন ৩৪ রান।
সমারসেট-ডার্বিশায়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে। রুশো ৯৩ রান করেছেন মাত্র ৩৬ বলে। ৮ চারের সঙ্গে মেরেছেন ৭ ছক্কাও। তাঁর ৯৩ ও টম ব্যান্টনের ৭৩ রানে সমারসেটের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান; যা ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ডার্বিশায়ারের ব্যাটাররা জবাব দিতে নেমে ম্যাককিরনানের দেওয়া ৮২ রানের চেয়েও কম করে। অলআউট হয় মাত্র ৭৪ রানে। সমারসেট জেতে ১৯১ রানে। এটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ও টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৭ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৯ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৩ ঘণ্টা আগে