Ajker Patrika

নিউজিল্যান্ডের সাবেক পেসারের দাবি, চোটে ভুগছেন হার্দিক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১০: ০২
নিউজিল্যান্ডের সাবেক পেসারের দাবি, চোটে ভুগছেন হার্দিক

আইপিএলে ব্যাটিংটা নিয়মিত করলেও হঠাৎ করেই কেন জানি বোলিং করা বন্ধ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। অথচ নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে শুরুতেই বোলিং করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। 

মাঝে টানা তিন ম্যাচ বল হাতে নেননি হার্দিক। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে ফিরেছেন তিনি। তবে মাত্র একটি ওভারই করেছেন ভারতীয় অলরাউন্ডার। হঠাৎ বোলিং না করায় আলোচনা হচ্ছিল—চোটে পড়েছেন কি না। সত্যিই চোটে পড়েছেন কি না, তা জানা না গেলেও বড় রকমের এক দাবিই করে বসেছেন সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক পেসার জানিয়েছেন, হার্দিক চোটে পড়েছেন, তবে স্বীকার করছে না। 

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ডুল বলেছেন, ‘মুম্বাইয়ের প্রথম ম্যাচে সে ওপেনিং বোলিং করেছে। এখন বোলিংয়ের বাইরে, বোলিংয়ে হঠাৎ করেই তার প্রয়োজন পড়ছে না এমনটা হতে পারে না। সে চোটে পড়েছে। আমি বলছি নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে। যেটা সে স্বীকার করছে না। তবে আমি নিশ্চিত কিছু একটা তার সঙ্গে হয়েছে। এটা আমার বিশ্বাস।’ 

এর আগে অবশ্য নিজের বোলিং না করার বিষয়ে হার্দিক জানিয়েছিলেন, সঠিক সময়ে ঠিকই বোলিংয়ে আসবেন তিনি। ৩০ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘সবকিছু ঠিক আছে। সঠিক সময়ে বোলিংয়ে ফিরব।’ 

গতকাল ফিরলেও পুরো বোলিং কোটা পূর্ণ করেননি হার্দিক। এখন সময়েই বলবে ডুলের বিশ্বাস সত্য কি না। তবে এবার টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছে মুম্বাই। শেষ দুই ম্যাচে অবশ্য জয় পেয়েছে তারা। নিজেও ব্যাটিংয়ে বেশ ছন্দেই আছেন। সবশেষ চার ম্যাচেই বিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত