ত্রিদেশীয় সিরিজে খেলতে আজ রাতে নিউজিল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বিশেষ এক অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর সঙ্গে ক্রিকেটও খেলেছেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি। যেন দুই দেশের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্ব আরও সুসংগঠিত হয়। জেরেমির আমন্ত্রণে বাংলাদেশের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকেই হাইকমিশনারের সঙ্গে একটি ক্রীড়ামুহূর্ত উপভোগ করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। জেরেমি ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের পরীক্ষাও নিয়েছেন। তাসকিন-মিরাজ-মোস্তাফিজুর রহমানদের বল দারুণভাবে খেলেছেন তিনি।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম টুর্নামেন্টটি হবে অস্ট্রেলিয়ায়। ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড থেকেই রওনা দেবে অস্ট্রেলিয়ায়। তাই অনুষ্ঠানের মধ্য দিয়েই বাংলাদেশি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন জেরেমি। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজে খেলতে আজ রাতে নিউজিল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বিশেষ এক অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর সঙ্গে ক্রিকেটও খেলেছেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি। যেন দুই দেশের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্ব আরও সুসংগঠিত হয়। জেরেমির আমন্ত্রণে বাংলাদেশের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকেই হাইকমিশনারের সঙ্গে একটি ক্রীড়ামুহূর্ত উপভোগ করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। জেরেমি ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের পরীক্ষাও নিয়েছেন। তাসকিন-মিরাজ-মোস্তাফিজুর রহমানদের বল দারুণভাবে খেলেছেন তিনি।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম টুর্নামেন্টটি হবে অস্ট্রেলিয়ায়। ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড থেকেই রওনা দেবে অস্ট্রেলিয়ায়। তাই অনুষ্ঠানের মধ্য দিয়েই বাংলাদেশি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন জেরেমি। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে