ক্রীড়া ডেস্ক
দুই দিন আগেই টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৫ বছরে বিভিন্ন সময়ে নিয়মিত ও অন্তর্বর্তীকালীন ১৪ ক্রিকেটার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি কেড়ে নেওয়ার পর আজ সবশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়লেন লাল বলের। টেস্টে ১৫ তম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন কেউ।
১৪ তম অধিনায়ক শান্ত নেতৃত্বও দিয়েছেন ১৪ টেস্টে। পরিসংখ্যান বলছে আগের ১৩ অধিনায়কের অধীনে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিবেচনায় পাল্লা ভারী তাঁরই। এর মধ্যে বিশেষ দুটি অর্জন রয়েছে, যা আবার ঐতিহাসিকও। ২০২৩ সালের নভেম্বরে নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্ব শুরু করেন শান্ত।
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই শান্ত পেয়েছেন অসাধারণ জয়। যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠের প্রথম টেস্ট জেতার গৌরব। তাদের মাঠে একটি টেস্ট জেতার গৌরব অর্জন করলেও ২০২৩ সালের আগ পর্যন্ত কিউইদের বিপক্ষে বাংলাদেশ নিজেদের মাঠে কখনো জিততে পারেন। সেই অপেক্ষা ঘুচল শান্তর হাত ধরে। সেই টেস্টে সেঞ্চুরিও করেছিলেন তিনি। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারায় বাংলাদেশ।
সবচেয়ে তৃপ্তির জয় ও ঐতিহাসিক অর্জন ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয় এবং প্রথম টেস্ট ম্যাচ জয়ও। সেটিও শান্তর অধিনায়কত্বে। এই অর্জন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জনের একটি। গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেট জেতে বাংলাদেশ। যেটি স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সেপ্টেম্বরে একই মাঠে দ্বিতীয় টেস্ট জয় পায় ৬ উইকেটে।
শান্তর ১৪ টেস্ট অধিনায়কত্বে ৪ টেস্ট জয়, ৯ টেস্টে হার ও একটি ড্র করেছে বাংলাদেশ। জয়ের হার ২৮.৫৭ শতাংশ। এর মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট জয় তাঁর পাল্লা ভারী করেছে অন্য অধিনায়কদের বিবেচনায়। অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন, তাঁদের মধ্যে বাংলাদেশ জয়ের হার সবচেয়ে বেশি শান্তর নেতৃত্বেই।
তালিকায় দুই নম্বরে থাকা সাকিব আল হাসান ১৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪ জয়, ১৫ হার দেখেছেন, জয়ের হার ২১.০৫ শতাংশ। বাংলাদেশকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তবে তাঁর অধীনে অর্জনও ততটা সুবিধার নয়। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯ ড্র। জয়ের হার ২০.৫৮ শতাংশ।
অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন
ম্যাচ জয় হার ড্র জয়ের হার
নাজমুল হোসেন শান্ত ১৪ ৪ ৯ ১ ২৮.৫৭%
সাকিব আল হাসান ১৯ ৪ ১৫ ০ ২১.০৫%
মুশফিকুর রহিম ৩৪ ৭ ১৮ ৯ ২০.৫৮%
মুমিনুল হক ১৭ ৩ ১২ ২ ১৭.৬৪%
হাবিবুল বাশার ১৮ ১ ১৩ ৪ ৫.৫৫%
মোহাম্মদ আশরাফুল ১৩ ০ ১২ ১ –
খালেদ মাসুদ ১২ ০ ১২ ০ –
দুই দিন আগেই টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৫ বছরে বিভিন্ন সময়ে নিয়মিত ও অন্তর্বর্তীকালীন ১৪ ক্রিকেটার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি কেড়ে নেওয়ার পর আজ সবশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়লেন লাল বলের। টেস্টে ১৫ তম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন কেউ।
১৪ তম অধিনায়ক শান্ত নেতৃত্বও দিয়েছেন ১৪ টেস্টে। পরিসংখ্যান বলছে আগের ১৩ অধিনায়কের অধীনে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিবেচনায় পাল্লা ভারী তাঁরই। এর মধ্যে বিশেষ দুটি অর্জন রয়েছে, যা আবার ঐতিহাসিকও। ২০২৩ সালের নভেম্বরে নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্ব শুরু করেন শান্ত।
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই শান্ত পেয়েছেন অসাধারণ জয়। যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠের প্রথম টেস্ট জেতার গৌরব। তাদের মাঠে একটি টেস্ট জেতার গৌরব অর্জন করলেও ২০২৩ সালের আগ পর্যন্ত কিউইদের বিপক্ষে বাংলাদেশ নিজেদের মাঠে কখনো জিততে পারেন। সেই অপেক্ষা ঘুচল শান্তর হাত ধরে। সেই টেস্টে সেঞ্চুরিও করেছিলেন তিনি। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারায় বাংলাদেশ।
সবচেয়ে তৃপ্তির জয় ও ঐতিহাসিক অর্জন ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয় এবং প্রথম টেস্ট ম্যাচ জয়ও। সেটিও শান্তর অধিনায়কত্বে। এই অর্জন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জনের একটি। গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেট জেতে বাংলাদেশ। যেটি স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সেপ্টেম্বরে একই মাঠে দ্বিতীয় টেস্ট জয় পায় ৬ উইকেটে।
শান্তর ১৪ টেস্ট অধিনায়কত্বে ৪ টেস্ট জয়, ৯ টেস্টে হার ও একটি ড্র করেছে বাংলাদেশ। জয়ের হার ২৮.৫৭ শতাংশ। এর মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট জয় তাঁর পাল্লা ভারী করেছে অন্য অধিনায়কদের বিবেচনায়। অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন, তাঁদের মধ্যে বাংলাদেশ জয়ের হার সবচেয়ে বেশি শান্তর নেতৃত্বেই।
তালিকায় দুই নম্বরে থাকা সাকিব আল হাসান ১৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪ জয়, ১৫ হার দেখেছেন, জয়ের হার ২১.০৫ শতাংশ। বাংলাদেশকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তবে তাঁর অধীনে অর্জনও ততটা সুবিধার নয়। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯ ড্র। জয়ের হার ২০.৫৮ শতাংশ।
অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন
ম্যাচ জয় হার ড্র জয়ের হার
নাজমুল হোসেন শান্ত ১৪ ৪ ৯ ১ ২৮.৫৭%
সাকিব আল হাসান ১৯ ৪ ১৫ ০ ২১.০৫%
মুশফিকুর রহিম ৩৪ ৭ ১৮ ৯ ২০.৫৮%
মুমিনুল হক ১৭ ৩ ১২ ২ ১৭.৬৪%
হাবিবুল বাশার ১৮ ১ ১৩ ৪ ৫.৫৫%
মোহাম্মদ আশরাফুল ১৩ ০ ১২ ১ –
খালেদ মাসুদ ১২ ০ ১২ ০ –
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে