Ajker Patrika
সাক্ষাৎকার

বিশেষ নৈশভোজে কোন নায়িকাকে ডাকবেন মিরাজ

বিশেষ নৈশভোজে কোন নায়িকাকে ডাকবেন মিরাজ
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪: ৪৯

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গত পরশু এসেছিলেন আজকের পত্রিকার বনশ্রী কার্যালয়ে। বিপিএল-উৎসব শুরুর আগে মিরাজের এই সাক্ষাৎকার হলো টি-টোয়েন্টি মেজাজে, যেখানে সিরিয়াস উত্তরের চেয়ে মজাটাই বেশি থাকল। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন দিবাকর চৌধুরী।

১. পছন্দের ফরম্যাট কোনটি?
    মেহেদী হাসান মিরাজ: টেস্ট।

২. জাতীয় দলের ড্রেসিংরুমে সবচেয়ে বেশি মজা করে কে?
    মিরাজ: সবাই মজা করে, তবে শরীফুল একটু বেশি।

৩. বাংলাদেশের সেরা অধিনায়ক?
    উত্তর: মাশরাফি বিন মর্তুজা।

৪. বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে পছন্দের খেলোয়াড়?
    মিরাজ: দেশে মুশফিকুর রহিম, দেশের বাইরে বিরাট কোহলি।

৫.ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত রান বা উইকেট দেখতে চান?
    মিরাজ: নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারছি না, তবে লক্ষ্য ১৫ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা।

৬. কার উইকেট পেয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?
    মিরাজ: বিরাট কোহলি, কারণ ওকে কখনো আউট করতে পারিনি।

৭. কোন ব্যাটসম্যান বেশি যন্ত্রণা দেয় বা দিয়েছে? 
    মিরাজ: চেতেশ্বর পূজারা।

৮. ক্রিকেটার না হলে মিরাজ কী হতেন?
    মিরাজ: আমি কখনো ভাবিনি এটা। ক্রিকেটের প্রতি এতই ভালোবাসা ছিল যে ক্রিকেটার না হলে কী হতাম, এটা কখনোই ভাবতে পারিনি।  

৯. ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে কী করতে চান মিরাজ?
    মিরাজ: ব্যবসায়ী হতে চাই।

১০. ভবিষ্যতে কি এমপি হতে চান?
    মিরাজ: এখন পর্যন্ত ইচ্ছে নেই, কিন্তু ভবিষ্যতে যদি পরিস্থিতি আসে, তখন দেখা যাবে।

১১. কোন জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে? 
    মিরাজ: যেখানে আমার ছোট বেলার স্মৃতি বেশি, সেখানেই আমার ঘুরতে ভালো লাগে। বিশেষ করে বরিশাল এবং খুলনা।

১২. স্ত্রীর হাতের কোন খাবারটি বেশি পছন্দের?
    মিরাজ: গরুর মাংস।

১৩. ভাবির সঙ্গে কত বছরের পরিচয়?
    মিরাজ: ১০ বছরের।

১৪. ছেলেকে কি ক্রিকেটার বানাতে চান? 
    মিরাজ: আমার কাছে মনে হয় না সে ক্রিকেটার হবে। মাশাল্লাহ ওর মেধা অনেক ভালো, পড়াশোনা করবে।

১৫. ভাবি আপনার কোন বিষয়টার জন্য বেশি রাগ করেন?
    উত্তর: আমি অনেক অগোছালো।

১৬. আপনার বিশেষ ডিনার পার্টিতে কোন নায়িকাকে রাখতে চান?
    মিরাজ: পূর্ণিমা আপুকে।

১৭.  ফুটবলে কোন দেশের সমর্থক? আর মেসি না রোনালদো?
    মিরাজ: ব্রাজিল। আর দুজনই আমার পছন্দের খেলোয়াড়।

১৮. এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছেন, এর মধ্যে কোনটি বেশি স্পেশাল?
    মিরাজ: ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি। টেস্টে ইংল্যান্ডের সঙ্গে অভিষেক ম্যাচ।

১৯. বরিশালের আমড়া নাকি খুলনার চুইঝাল?
    মিরাজ: খুলনার চুইঝাল।

২০. কে প্রিয়, জায়েদ খান, নাকি হিরো আলম?
    মিরাজ: কী বলব...লোকজন তো ট্রল করবে! হা হা হা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত