লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।
বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।
আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।
বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।
আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
১ মিনিট আগেচোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
১৭ মিনিট আগেভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
৩ ঘণ্টা আগে