Ajker Patrika

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

আইসিসির ২০২২ এর বর্ষসেরা স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পেয়েছেন বাবর আজম। প্রথমবার এ পুরস্কার জিতেছেন এই পাকিস্তানি ব্যাটার। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হয়েছেন আইসিসির বর্ষসেরা। গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

ব্যাট হাতে গত বছর অসাধারণ কেটেছে বাবরের। তিন সংস্করণে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে করেছেন ২৫৯৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে বাবরই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এর মধ্যে ছিল ৮ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর—টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন। 

টেস্টে ৯ ম্যাচে ৬৯.৬৪ গড়ে বাবর করেছেন ১১৮৪ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান এবং টি-টোয়েন্টিতে ২৬ ম্যাচে বাবরের রান ৭৩৫। 

২০২২-এ বাবর ছাড়া আর কোনো ক্রিকেটার ২০০০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ ছিলেন বাংলাদেশের লিটন দাস। ৪২ ম্যাচে এই উইকেটরক্ষক-ব্যাটারের রান ১৯২১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত