Ajker Patrika

আইসিসির সাবেক কিউরেটর যোগ দিচ্ছেন বিসিবিতে

আইসিসির সাবেক কিউরেটর যোগ দিচ্ছেন বিসিবিতে

টনি হেমিংকে পিচ কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন হেমিং।

এক বিবৃতিতে হেমিংয়ের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে বিসিবি। কিউরেটর হিসেবে হেমিং বেশ অভিজ্ঞ। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কিউরেটর ছিলেন তিনি। দুবাই ক্রিকেট অ্যাকাডেমিতেও প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটরের কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন তিনি। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম-এই দুই স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার ছিলেন তিনি। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন হেমিং।

এর আগে ২০২২ সালে পাকিস্তানে গিয়েছিলেন হেমিং। লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবির সভাপতি ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের পিচের গুণগত মান বাড়ানোর ব্যাপারে স্থানীয় কিউরেটরদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত