Ajker Patrika

ইমরান খানের ৪১ বছরের পুরোনো রেকর্ডে ভাগ জামালের

ইমরান খানের ৪১ বছরের পুরোনো রেকর্ডে ভাগ জামালের

টেস্টে আমির জামালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয় জামালের। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই জামাল ভাগ বসিয়েছেন ৪০ বছরেরও পুরোনো এক রেকর্ডে। 

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করছেন জামাল। পাশাপাশি ব্যাটিংয়েও তিনি যে অবদান রাখতে পারেন, তা তিনি দেখিয়েছেন সিডনিতে চলমান তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৮২ রান। এরপর বোলিংয়ে তিনি ৬৯ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তাতে একই টেস্টে ৮০ বা তার বেশি রান ও ৬ উইকেট—এই ডাবলের কীর্তি গড়ে জামাল ছুঁয়েছেন ইমরানকে।

ভারতের বিপক্ষে ১৯৮৩ এর টেস্টে সেঞ্চুরি ও দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন ইমরান খান। ছবি: এএফপি১৯৮৩ সালে ফয়সালাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন ডাবলের কীর্তি গড়েছিলেন ইমরান। তৎকালীন পাকিস্তান অধিনায়ক প্রথম ইনিংসে ১২১ বলে করেন ১১৭ রান। বোলিংয়ে ৯৮ রানে নেন ৬ উইকেট। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ইমরান। অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। 

৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে জামাল নিয়েছেন ১৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসেই ৬ উইকেট পেয়েছেন তিনি। এরপর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের পেসার। ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়ার কীর্তি জামাল গড়েছেন চলমান সিডনি টেস্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত