Ajker Patrika

ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া, বলছেন গাভাস্কার

ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া, বলছেন গাভাস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী  করেছেন সুনিল গাভাস্কার। ভারতীয় এই কিংবদন্তির মতে, এই বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

সোমবার ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় ভারত। এ ম্যাচের আগে স্টার-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘অবশ্যই ভারত। আর আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায়, তাই আমি বলব অস্ট্রেলিয়া।’

এবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত, অস্ট্রেলিয়া দুটো দলই দারুণ ছন্দে আছে। ভারত এবছর  টি-টোয়েন্টিতে খেলেছে ৩২ ম্যাচ। এই ৩২ ম্যাচের মধ্যে ভারতীয়রা জয় পেয়েছে ২৩ ম্যাচে, হেরেছে ৮ ম্যাচে এবং পরিত্যক্ত হয়েছে ১ ম্যাচ। আর অস্ট্রেলিয়া এবছর টি-টোয়েন্টিতে খেলেছে ১৭ ম্যাচ। অজিরা জিতেছে ৯ ম্যাচ, হেরেছে  ৬ ম্যাচ, ১ ম্যাচ টাই আর ১ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে।

গাভাস্কার তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১২৫ টেস্ট খেলেছেন। ৫১.১২ গড়ে করেছেন ১০১২২ রান। ৩৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪৫ ফিফটি। ওয়ানডেতে খেলেছেন ১০৮ ম্যাচ। ৩৫.১৩ গড়ে এই সংস্করণে করেছেন ৩০৯২ রান। ১ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৭ ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত