Ajker Patrika

কলকাতায় শুরু, কলকাতায় শেষ আইপিএল

ক্রীড়া ডেস্ক     
আইপিএলের ট্রফি। ছবি: বিসিসিআই
আইপিএলের ট্রফি। ছবি: বিসিসিআই

আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইনাল আয়োজন করেছে কলকাতার ঐতিহাসিক ভেন্যুটি।

আইপিএলে এবার সবমিলিয়ে ৭৫টি ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচের পরের দিন গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ আতিথ্য দেবে রাজস্থান রয়্যালসকে। একই দিন রাতে চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। ৬৫ দিনের টুর্নামেন্টে ডাবল হেডার থাকছে ১২ দিন। প্রতিটি দল প্রথম পর্বে ম্যাচ খেলবে ১৪টি করে। গতবারের মতো ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।

একটি গ্রুপে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পাঞ্জাব কিংস। অন্য গ্রুপে রয়েছে মুম্বাই, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস এবং হায়দরাবাদ। প্রতিটি দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দু’টি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।

প্লে অফে পর্বে প্রথম কোয়ালিফায়ার (২০ মে) ও এলিমিনেটর (২১ মে) হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারও আয়োজন করবে কলকাতা।

আইপিলের সূচি দেখুন এখানে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত