Ajker Patrika

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই কাঁপাকাঁপি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
ছবি: আইসিসি
ছবি: আইসিসি

দুবাইয়ে দুই দিন অনুশীলনের পর আজ নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দলের আরেক নামই পাকিস্তান শাহিনস। তবে দুবাই আইসিসি একাডেমিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই কাঁপাকাঁপি অবস্থা তাঁদের। ৩০ ওভার শেষ ৭ উইকেটে ১৪০ রান বাংলাদেশের।

রিশাদ হোসেন ৩ ও তানজিম হাসান সাকিব ২ রানে অপরাজিত আছেন। সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ওপেনার তানজিদ হাসান তামিম ৬, অধিনায়ক শান্ত ১২, মুশফিকুর রহিম ৭, জাকের আলী অনিক ড্রেসিংরুমে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। আউট হয়েছেন ১৯ রানে। ৩৫ রানে সৌম্যর কপাল পুড়ল রান-আউটে। দলের বিপর্যয় সামলানোর চেষ্টা করে ভাইস-ক্যাপ্টেন মিরাজ। হাঁটছিলেন ফিফটির পথে। কিন্তু ৪৪ রান ফেরেন মিরাজও। পাকিস্তান ‘এ’ দলের লেগ স্পিনার উসামা মির এরই মধ্যে শিকার করেছেন ৪ উইকেট।

বাংলাদেশের শুরুটা অবশ্য এতটা খারাপ ছিল না। ১০ ওভার শেষে ছিল ২ উইকেটে ৬০ রান। ২০ ওভারে ১০৪ রানে ছিল ৩ উইকেট। তারপরই হঠাৎ ব্যাটিং ধস।

চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের চ্যালেঞ্জ উতরে সেমিফাইনালে উঠতে কঠিন পথই পাড়ি দিতে হবে শান্তদের। প্রায় দুই মাস আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে মূল অভিযানের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ শান্তদের। তবে ব্যাটাররা প্রস্তুতি ম্যাচে সুবিধা করতে পারেননি সেভাবে। এবার বোলাররা নিজেদের কতটা মেলে ধরতে পারেন সেটি দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত