ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে ভারত। ফাইনালে কোন দল যাচ্ছে, সে ফল দেখতে অপেক্ষা করতে হবে আরও। তবে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিতে নেমে এ ম্যাচে প্রথমেই টসে হেরে গেছে ভারত। এ নিয়ে ওয়ানডেতে টানা ১৪ ম্যাচে টস হারের নজির গড়ল তারা। এর মধ্যে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টানা ১১ ওয়ানডেতে টস হারলেন।
টস হারতে হারতে বিরল এক রেকর্ডের সামনে রোহিত। ওয়ানডেতে সর্বোচ্চ টানা ১২ ম্যাচে টস হারের রেকর্ড আছে একজন অধিনায়কের। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে এ অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন। আগামী ওয়ানডেতে রোহিত যদি আবারও টসে হেরে যান, তবে সেই রেকর্ডে ভাগ বসাবেন তিনিও।
এরই মধ্যে ভারতের অধিনায়কদের মধ্যে টানা সবচেয়ে বেশি টস হারের রেকর্ড গড়ে ফেললেন রোহিত। তবে সব দল মিলিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন ভারতের অধিনায়ক। নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বোরেনও টানা ১১ ম্যাচে ওয়ানডেতে টস হেরেছিলেন।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।
ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।
দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে ভারত। ফাইনালে কোন দল যাচ্ছে, সে ফল দেখতে অপেক্ষা করতে হবে আরও। তবে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিতে নেমে এ ম্যাচে প্রথমেই টসে হেরে গেছে ভারত। এ নিয়ে ওয়ানডেতে টানা ১৪ ম্যাচে টস হারের নজির গড়ল তারা। এর মধ্যে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টানা ১১ ওয়ানডেতে টস হারলেন।
টস হারতে হারতে বিরল এক রেকর্ডের সামনে রোহিত। ওয়ানডেতে সর্বোচ্চ টানা ১২ ম্যাচে টস হারের রেকর্ড আছে একজন অধিনায়কের। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে এ অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন। আগামী ওয়ানডেতে রোহিত যদি আবারও টসে হেরে যান, তবে সেই রেকর্ডে ভাগ বসাবেন তিনিও।
এরই মধ্যে ভারতের অধিনায়কদের মধ্যে টানা সবচেয়ে বেশি টস হারের রেকর্ড গড়ে ফেললেন রোহিত। তবে সব দল মিলিয়ে যৌথভাবে দুই নম্বরে আছেন ভারতের অধিনায়ক। নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বোরেনও টানা ১১ ম্যাচে ওয়ানডেতে টস হেরেছিলেন।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।
ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।
অগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৬ মিনিট আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
২ ঘণ্টা আগেঅস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
৩ ঘণ্টা আগে