Ajker Patrika

কোহলিদের বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন, বললেন উইলিয়ামসন

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ০০
কোহলিদের বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন, বললেন উইলিয়ামসন

সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে বারবার আটকে দিয়েছে নিউজিল্যান্ড। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ডের সামনে পাত্তা পায়নি বিরাট কোহলির দল। বড় টুর্নামেন্টে ভারতকে রুখে দিলেও তাদের বিপক্ষে খেলাকেই সবচেয়ে কঠিন বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

বিশ্বকাপ ফাইনালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। গতকাল থেকে শুরু হয়ে গেছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজও, যেখানে প্রথম ম্যাচে হেরে গেছে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে আছেন কিউই দলের নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। দলে না থাকলেও এক ভিডিও বার্তায় উইলিয়ামসন জানিয়েছেন ভারতের বিপক্ষে খেলা কতটা কঠিন। কিউই অধিনায়ক বলেন, ‘যে কোনো সংস্করণে আপনি যখন ভারতের বিপক্ষে খেলেন, সেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়। তাদের দলের যে গভীরতা ও মান তা অবিশ্বাস্য। এ কারণে বিশ্ব ক্রিকেটে দারুণ অবস্থানে আছে তারা।’ উইলিয়ামসন একাই নন, ভারতীয় ক্রিকেটের গভীরতা নিয়ে কথা বলেছেন পেসার কাইল জেমিসন ও সাবেক তারকা ক্রিকেটার শেন বন্ডও। 

এর আগে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসনের না থাকার বিষয়টি নিশ্চিত করে কিউই ক্রিকেট বোর্ড। মূলত টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রাখা হয়েছে তাঁকে। শুধু উইলিয়ামসনই নন, টেস্ট সিরিজ সামনে রেখে টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নেন পেসার কাইল জেমিসনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত