ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
২ ঘণ্টা আগেবৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
২ ঘণ্টা আগেগ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও। ৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল।
৩ ঘণ্টা আগে