ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে