ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ জিতলেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সেই যাত্রায় বাংলাদেশ শুরুতেই হোঁচট খেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলবে সরাসরি। সেখানে গত রাতে প্রথম ওয়ানডেতে হেরে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের পথটা অনেক কঠিন হয়ে গেল। সেন্ট কিটসে ৯ উইকেটে হেরেছেন জ্যোতিরা। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ম্যাথুস ও কিয়ানা জোসেফ যোগ করেন ১৬৩ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছে ক্যারিবীয়রা। ৩১.৪ ওভারে ১ উইকেটে ২০১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। ৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৬ চার মেরেছেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। বোলিংয়ে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পূর্ণ ৫০ ওভার খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৮ রান করেছে জ্যোতির দল। ইনিংসে বাংলাদেশের তিন সর্বোচ্চ স্কোরার শারমিন আকতার, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি করেন ৪২, ৪০ ও ৩৫ রান।
প্রথম ওয়ানডেতে জিতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৪ ঘণ্টা আগে